Science, asked by sudipdas4391, 7 months ago

মানবদেহে প্লীহার অবস্থান ও দুটি ভূমিকা উল্লেখ​

Answers

Answered by Anonymous
18

প্রদত্ত প্রশ্নগুলির উত্তর হল নিম্নরূপ -

  • মানবদেহে প্লীহা নামক অঙ্গটি উদরের বামপাশ বরাবার একটু উপরের দিকে অবস্থান করে।
  • প্লীহার বহুল প্রচলিত সাধারণ বাংলা নাম হলো পিলে। এই প্লীহা হলো আমাদের দেহে সংবহন তন্ত্রের এক গুরুত্বপূর্ণ অংশ (রক্ত এবং লসিকা উভয় সংবহন তন্ত্রের ক্ষেত্রেই এটি প্রযোজ্য)।
  • এছাড়া রক্তে উপস্থিত জীবাণুর সাথে মোকাবিলা করা, রক্তকোষের মাত্রা নিয়ন্ত্রণ করা, রক্তকে পরিশুদ্ধ করে ক্ষয়প্রাপ্ত লোহিত রক্তকণিকাকে আলাদা করা ইত্যাদিও প্লীহার কাজ।
Answered by barkinkar
1

মানবদেহে প্লীহার অবস্থান:

উদর গহবরের মধ্যচ্ছদা বা ডায়াফ্রামের ঠিক নিচে বাম দিকের পাকস্থলীর ফান্ডাসের পিছনে বৃক্কের ঠিক উপরে অবস্থিত।

মানব দেহে প্লীহার ভূমিকা:

  • প্লীহার অন্যতম প্রধান কাজ হলো আমাদের শরীরে রক্তের মধ্যে যদি কোনো অনাকাঙ্ক্ষিত উপাদান থাকে প্লীহা সেগুলোর পরিস্রাবণ ঘটায়।

  • বেশিরভাগ লোহিত রক্ত কণিকা ধ্বংস করে দেয় প্লীহা এবং মহিলাদের গর্ভ অবস্থায় লোহিত রক্ত কণিকা তৈরি করতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।

  • মানব শরীরে স্প্লাইন লাল রক্ত কণিকার এবং ইমিউন সিস্টেমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্লীহা।

#SPJ3

Similar questions
Math, 7 months ago