Math, asked by gourharibaitalik, 9 months ago

পঞ্চম শ্রেণি
১. নীচের বহু পছন্দভিত্তিক প্রশ্নের উত্তর দাও :
৪২০ মিনিটে হয়
(ক) ৭ ঘণ্টা
(খ) ৮ ঘণ্টা
(গ) ৬ ঘণ্টা
(ঘ) ৪ ঘন্টা
শূন্যস্থান পূরণ করাে :
দুটি পরস্পর মৌলিক সংখ্যার ল.সা.গু.
৩. নীচের প্রশ্নগুলি উত্তর দাও :
(ক) উপর নীচে বসিয়ে যােগ করাে :
৫৬৮৫২ + ২০২০৮ + ৪০৬ + ৫০
১।
(খ) দুটি সংখ্যার গ. সা. গু. ৫ ও ল. সা. গু. ৬০, একটি সংখ্যা ১৫ হলে, অন্য সংখ্যাটি কতাে?
৭৫ লিটার কেরােসিন তেল ও ২৫ লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দুপ্রকার
তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে? প্রতি টিনে কত লিটার তেল ধরবে?
১ ৪ 20 মিল = ৭ ঘন (4) Jন = ৫০মিkks (ii​

Answers

Answered by Swarup1998
10

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

পঞ্চম শ্রেণি

  • ১। ৪২০ মিনিট
  • = ৪২০ ÷ ৬০ ঘন্টা
  • = ৭ ঘন্টা (ক)

  • ২। দুটি পরস্পর মৌলিক সংখ্যার ল, সা, গু, = সংখ্যাদুটির গুনফল।

  • ৩। (ক)
  • ৫ ৬ ৮ ৫ ২
  • ২ ০ ২ ০ ৮
  • ৪ ০ ৬
  • + ৫ ০
  • __________
  • ৭ ৭ ৫ ১ ৬
  • অতএব, নির্ণেয় যোগফল = ৭৭৫১৬।

  • ৩। (খ)
  • আমরা জানি, দুটি সঃখ্যার গুণফল = ল, সা, গু, × গ, সা, গু,
  • অথবা, ১৫ × অন্য সংখ্যা = ৬০ × ৫
  • অথবা, অন্য সঃখ্যা = ৩০০ ÷ ১৫
  • অথবা, অন্য সংখ্যা = ২০
  • অতএব, অন্য সংখ্যাটি হল ২০।

৪।

  • দেওয়া আছে:
  • ৭৫ লিটার কেরোসিন তেল ও ২৫ লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করতে হবে যে দুই প্রকার তেল মিশে যাবে না।

  • বের করতে হবে:
  • কমপক্ষে কতগুলি টিনে এমন করা যাবে?

  • প্রতি টিনে কত লিটার তেল রাখা যাবে?

  • সমাধান:
  • সমস্যাটি সমাধান করতে হলে আমাদেরকে প্রথমে ৭৫ ও ২৫ -এর গ. সা. গু. নির্ণয় করতে হবে:

  • ৫ | ৭৫, ২৫

  • -------------

  • ৫ | ১৫, ৫

  • -------------

  • ৩, ১

  • ∴ নির্ণেয় গ. সা. গু. = ৫ × ৫ = ২৫

  • ∴ সমান মাপের ২৫টি টিন দরকার।
  • প্রতি টিনে রাখা তেলের পরিমাণ নির্ণয় করতে হলে তেলের মোট পরিমাণকে টিন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে।

  • • মোট তেল = ৭৫ + ২৫ লিটার = ১০০ লিটার

  • • মোট টিন সংখ্যা = ২৫

  • ∴ প্রতি টিনে (১০০ ÷ ২৫) লিটার = ৪ লিটার তেল রাখা যাবে।

পঞ্চম শ্রেণির গুরুত্বপূর্ণ প্রশ্ন:

দুটি পরস্পর মৌলিক সংখ্যার গ.সা.গু কত?

- https://brainly.in/question/15693166

৯৬৭ সংখ্যা টি ৬ এর স্থানীয় মান ও প্রকৃত মানের যোগফল কত?

- https://brainly.in/question/15612952

- https://brainly.in/question/19581254

Answered by uttamdigarjio
4

Answer:

Ist is ৭ মৌলিক সংখ্যার ল.সা গু is 43. ৩ number answer is ৭৭ ৯৬১

Similar questions