প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য নিরুপন করো
Answers
Answer:
প্রচলিত শক্তি: ১) প্রচলিত শক্তি র উৎস কয়লা, খনিজ তেল,ইত্যাদি। ২) পৃথিবীর সকল দেশে এই শক্তি ব্যবহার করা হয় ৩)এই শক্তি উৎপাদনে পরিবেশ ভীষণ ভাবে দূষিত হয়।
অপ্রচলিত শক্তি: ১) অপ্রচলিত শক্তির উৎস বায়ু শক্তি, জোয়ার ভাটা ও ভূ-তাপ শক্তি। ২) কারিগরি বিদ্যায় উন্নত দেশ গুলি তে এর ব্যবহার হয়। ৩) এই শক্তি উৎপাদনে পরিবেশ দূষিত হওয়ার সম্ভাবনা প্রায় নেই।
Answer:
প্রচলিত শক্তি: 1) এই শক্তিকে সর্বস্তরে ব্যবহার করা যায় বলে বাণিজ্যিক গুরুত্ব অপরিসীম। 2) এই শক্তির উৎপাদন ক্ষমতা যেমন বেশি তেমনই উৎপাদন ব্যয়ও বেশি। 3) জলবিদ্যুৎ ব্যতীত অন্যান্য প্রচলিত শক্তি অপুনর্ভব এবং এদের সঞ্চয় সীমিত।
অপ্রচলিত শক্তি: 1) এই শক্তিকে সর্বস্তরে ব্যবহার করা যায় না বলে বাণিজ্যিক গুরুত্ব কম। 2) এই শক্তির উৎপাদন ক্ষমতা যেমন কম তেমনই উৎপাদন ব্যয়ও কম। 3) এই শক্তি সম্পদ পুনর্ভব ও নবীকরণযোগ্য।