Math, asked by mondaljohn14, 9 months ago

৭. উপসর্গের ভূমিকা উল্লেখ করাে।​

Answers

Answered by ashokdebnath989
5

Answer:

কোনো শব্দের আগে যুক্ত হয়ে , শব্দের অর্থ সম্পূর্ণ করে ।

Answered by shahriartusher
6

উপসর্গের ভুমিকাঃ

নতুন নতুন শব্দ তৈরি করা হল উপসর্গের প্রধান কাজ । আসলে উপসর্গের কোন নিজস্ব অর্থ নেই। আসলে উপসর্গ অন্য শব্দের সাথে যুক্ত হয় এবং বিশেষ অর্থ প্রকাশ করে । উপসর্গ সবসময়ই  মূল শব্দ অথবা ধাতুর পূর্বে যুক্ত হয় এবং নতুন শব্দ গঠন করে।

যেমনঃ ‘গতি’এর পূর্বে ‘প্র’ যুক্ত হয়ে যথাক্রমে প্রতাপ (প্র+গতি) = প্রগতি তৈরি হয়, যার অর্থ উন্নতি। আবার ‘প্র’ এর নিজস্ব কোন অর্থ নেই বা এগুলো স্বাধীনভাবে কোন বাক্যেও ব্যবহৃত হতে পারে না। তাই ভাষাবিদগণ এরূপ অব্যয়সূচক শব্দ বা শব্দাংশের নাম দিয়েছেন 'উপসর্গ'।

Similar questions