... অগত্যা রাধারাণী কাদিতে কাদিতে ফিরিল।– রাধারাণীর কান্নার কারণ কী?
৩
Answers
Answered by
5
রাধারাণী (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারাণী গল্প থেকে "অগত্যা রাধারাণী কাঁদিতে কাঁদিতে ফিরিল" কথাটি নেওয়া হয়েছে।
রাধারাণীর মায়ের শরীর খুব অসুস্থ হলে ওষুধের প্রয়োজন হল। সে রথের মেলায় বনফুলের মালা বিক্রি করতে গেল। প্রকৃতি বিমুখ; বৃষ্টি শুরু হল। মেলার ভিড় উধাও হল।
রাধারাণী ভেবেছিল যে বৃষ্টি থামবে ও আবার লোক জুটবে। কিন্তু বৃষ্টি আর থামল না। ক্রমশ সন্ধ্যা অতিক্রম হয়ে রাত হল।
একাদশ বর্ষীয়া বালিকা রাধারাণী অন্ধকারে একা দাঁড়িয়ে থাকল। তার মায়ের জন্য ওষুধ কেনার পয়সা সে জোগাড় করতে পারল না। একদিকে একাকীত্ব, আরেক দিকে মায়ের শরীর খুব খারাপ --- তাই সে কাঁদতে লাগল।
Similar questions