‘ওই ভাঙা-গড়া খেলা যে তার কিসের তবে ডর?’– কবির এই মন্তব্যটি কোন ইঙ্গিতবাহী?
Answers
Answered by
45
প্রশ্নে উদ্ধৃত মন্তব্যটির অর্থ হলো নিম্নরূপ -
- প্রশ্নে উদ্ধৃত মন্তব্যটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত "প্রলয়োল্লাস" কবিতাটি থেকে নেওয়া হয়েছে।
- "প্রলয়োল্লাস" কবিতাটি মূলত একটি দেশপ্রেম বিষয়ক কবিতা।
- এই কবিতায় কবি স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের পরাক্রমের জয়গান করেছেন এবং বিপ্লবীদের সাহসকে তিনি প্রলয়ঙ্কর মহাকালের প্রচন্ড রোষের সাথে তুলনা করেছেন।
- মহাকালের তান্ডব নৃত্যে যেমন একসাথে ভাঙা ও গড়ার কাজ চলতে থাকে এই ধরাধামে,তেমনই আমাদের বীর বিপ্লবীদের সাহসিকতাও একাধারে কোমল আবার রুদ্র।
- মহাকাল যেমন নির্ভীক সেরকমই আমাদের বিপ্লবীদের ভয়হীনতাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে প্রশ্নের উদ্ধৃত মন্তব্য দিয়ে।
Similar questions