নীচের প্রশ্নগুলির উত্তর দাও ঃ-
১. অনুপাত বলতে দুটি ......
..... রাশির তুলনা বােঝায়
Answers
Answered by
14
★ অনুপাত বলতে দুটি সমজাতীয় রাশির তুলনা বােঝায়।
★ Explore More :
- দুটি সমজাতীয় রাশিকে ভাগের মাধ্যমে তুলনা করাকে অনুপাত বলে।
- অনুপাতকে ‘ : ’ এই চিহ্নের দ্বারা প্রকাশ করা হয়।
- অনুপাতের কোনো একক নেই।
- অনুপাতে পূর্বপদ > উত্তরপদ হলে তাকে গুরু অনুপাত বলে। ( 10 : 7)
- অনুপাতে পূর্বপদ < উত্তরপদ হলে তাকে লঘু অনুপাত বলে। ( 7 : 10 )
- অনুপাতে পূর্বপদ = উত্তরপদ হলে তাকে সাম্যানুপাত বলে। ( 10 : 10)
- দুই বা দুইয়ের বেশি অনুপাত থাকলে তাদের পূর্বপদগুলির গুণফল ও উত্তরপদগুলির গুণফল এর অনুপাতকে মিশ্র বা যৌগিক অনুপাত বলে।
- কোনো অনুপাতে পূর্বপদ ও উত্তরপদ পরস্পর স্থান বিনিময় করলে সেই অনুপাত আগের অনুপাতের ব্যস্ত অনুপাত ।
Answered by
10
Answer:
অনুপাত বলতে দুটি সমজাতীয় রাশির তুলনা বোঝায়।
Similar questions