Math, asked by swapnadas0602, 9 months ago

এক ব্যক্তি তিনমাসে যা উপার্জন করে, চার মাসে তা খরচ করেন।ঐ ব্যক্তির মাসিক আই ওবাৎসরিক সঞ্চয়ের অনুপাত কত?​

Answers

Answered by aisha4851
2

পরম আত্মীয় বলে যারে মনে মানি

তারে আমি কতদিন কতটুকু জানি!

অসীম কালের মাঝে তিলেক মিলনে

পরশে জীবন তার আমার জীবনে।

যতটুকু লেশমাত্র চিনি দুজনায়,

তাহার অনন্তগুণ চিনি নাকো হায়।

দুজনের এক জন এক দিন যবে

বারেক ফিরাবে মুখ, এ নিখিল ভবে

আর কভু ফিরিবে না মুখোমুখি পথে,

কে কার পাইবে সাড়া অনন্ত জগতে!

এ ক্ষণমিলনে তবে, ওগো মনোহর,

তোমারে হেরিনু কেন এমন সুন্দর!

মুহূর্ত-আলোক কেন, হে অন্তরতম,কে কার পাইবে সাড়া অনন্ত জগতে!

এ ক্ষণমিলনে তবে, ওগো মনোহর,

তোমারে হেরিনু কেন এমন সুন্দর!

মুহূর্ত-আলোক কেন, হে অন্তরতম,

তোমারে চিনিনু চিরপরিচিত মম?

pls rate my answer and don't forget to follow me...

Similar questions