কম্পোস্টিং কাকে বলে?
Answers
Answered by
9
জৈব বিশ্লেষ্য বর্জ্য ব্যাকটেরিয়ার দ্বারা বিশ্লেষণ করাকে কম্পোস্টিং বলে।
Answered by
7
কম্পোস্টিং
যে পদ্ধতিতে জৈব বর্জ্য পদার্থ কে ব্যাকটেরিয়ার মাধ্যমে বিয়োজন ঘটিয়ে মাসে পরিণত করা তাকে বলা হয় কম্পোস্টিং।
এই হিউমাস কম্পোস্ট ব্যবসার নামে পরিচিত।হিরো গুণমান রাসায়নিক সারের তুলনায় অনেক বেশি হয়। এই পদ্ধতিতে উপজাত দ্রব্য রূপের জল তাপ সিওটু উৎপন্ন হয়। উৎপন্ন তাপ 60 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশী হওয়ায় মসলা নষ্ট করে দেয়। তাই এই কম্পোস্ট সার জীবাণুমুক্ত হয়। এই সারে নাইট্রোজেন ফসফেট প্রভৃতি পুষ্টিকর উপাদান অধিক পরিমাণে থাকে।
Similar questions