শিশুদের অধিকার সম্পর্কে কি জানো লেখ।
Answers
Answered by
3
Answer:
ভারতীয় সংবিধান শিশুদের জন্য কিছু বিশেষ অধিকার অঙ্গীকার করেছে। সেগুলি হল :
1) ৬ - ১৪ বছরের মধ্যে প্রত্যেক শিশুর অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার অধিকার .
2) ১৪ বছর বয়স পর্যন্ত যে কোনও রকম জটিল ও ঝামেলার কাজ না করার অধিকার .
3) বয়স বা শক্তির পক্ষে উপযুক্ত নয়, এমন কোনও কাজে অর্থনৈতিক প্রয়োজনীয়তার কারণে যোগ দেওয়া এবং নিগৃহীত হওয়া থেকে রক্ষা পাওয়ার অধিকার .
4) স্বাধীন ভাবে ও মর্যাদার সঙ্গে এবং সুস্থ ভাবে বেড়ে ওঠার জন্য সব রকম সুযোগ ও সুবিধা পাওয়ার অধিকার এবং নৈতিক ও বস্তুগত পরিত্যাগ ও নিগ্রহের বিরুদ্ধে শৈশব ও যৌবনকে রক্ষা করার অধিকার।
এ সব ছাড়াও যে কোনও প্রাপ্তবয়স্ক ভারতীয় নারী বা পুরুষ যে সব অধিকার ভোগ করে থাকেন ভারতের নাগরিক হিসেবে সে সব অধিকারই তার রয়েছে।
Similar questions