Science, asked by provatmajumder1971, 8 months ago

কোনো পদার্থের গৃহীত বা বজিৃত তাপ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে?​

Answers

Answered by 200shuvo
2

Answer:

কোন বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বাইরে থেকে কত টাকা নেবে বা হারাবে তার তিনটি বিষয়ের উপর নির্ভর করে যথা:

বস্তুর ভর: বস্তুর ভর যত বেশি গৃহীত বা বর্জিত তাপ তত বেশি।

উষ্ণতার পরিবর্তন: যত বেশি উষ্ণতার পরিবর্তন করতে হবে ততো বেশি তাপ গ্রহণ বা বর্জন করতে হবে।

আপেক্ষিকতা তাপ: আপেক্ষিক তাপ যত বেশি গৃহীত বা বর্জিত  তাপের পরিমাণ তত বেশি।ভিন্ন উপাদানের আপেক্ষিক তাপ ভিন্ন। তাই উপাদানের উপর নির্ভর করে বললেও ভুল হবে না।

Explanation:

Similar questions