India Languages, asked by nayandas64998, 7 months ago

তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন তখন এমন মনে হওয়ার কারণ কি​

Answers

Answered by rafi4you
10

Answer:

উপরোক্ত উক্তিটি আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে।

জ্ঞানচক্ষু গল্পের নায়ক তপন একটি গল্প লেখে । যেটি তার ছোট মেসোর উদ্যোগে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হয়। তখন তার মাকে নিচের লেখা গল্প পড়ে শোনাতে গিয়ে দেখে মেসো গল্পটি আগাগোড়াই সংশোধন করেছেন নিচের লেখা গল্প করতে গিয়ে যখন অন্যের লেখা লাইন করতে হয় তখন তার থেকে অপমানের কিছু থাকেনা ।লজ্জায় অপমানে তখন ভেঙে পড়ে এবং তার মনে হয় সেইদিন দিয়েছিল তার জীবনের সবচেয়ে দুঃখের দিন ।

Explanation:

Similar questions