শ্রেণি শিক্ষক/ শিক্ষিকার দূরভাষ-
মডেল অ্যাক্টিভিটি (আগস্ট ২০২০)
বাংলা
চতুর্থ শ্রেণি
নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখাে:
১। বর্ষার প্রার্থনা’ কার লেখা? ‘ফাইট্যা ফাইট্যা রইছে যত খালা- বিলা- নদী’ বলতে কি বােঝান হয়েছে?
২। অবিশ্রান্ত বৃষ্টি আর হাওযার দমকে কথকের শরীরের কি অবস্থা হয়েছিল? কথক কিভাবে বাড়ি পৌঁছাল? বাড়ি ফিরে কথক
কি করেছিল?
৩। “খর বাযু ব্য বেগে’ গানটি কার লেখা? ‘খরবাবু’ কথার অর্থ কি?
৪। লেখিকার মা এর বাপের বাড়ি যাওয়ার যাত্রাপথটি কেমন ছিল? নৌকায় রান্নাবান্না ও খাওয়া দাওয়া কিভাবে সম্পন্ন হল?
৫। নদীপথে’ গল্প অবলম্বনে বেলা পড়ে আসার সময় প্রকৃতির তথা লেখকের চারপাশের অবস্থা বর্ণনা করাে।
৬। দূরের পাল্লা’ কবিতাংশে দিনের ছবিগুলাে বর্ণনা করাে।
৭। লিঙ্গান্তর করােঃ সেজেপিসিমা, বড়ােছেলে, বালিকা, লক্ষী ছেলে, প্রতিবেশী, মামি
8। নির্দেশ অনুযায়ী পুরুষ পরিবর্তন করােঃ
ক। বসে বসে দেখি! (মধ্যম পুরুষ)
থ। ছােটোপিসিমার বাড়ি হয়ে সেজেপিসিমার বাড়ি যাবে। (উত্তম পুরুষ)
গ। পুণি বইনদি যাও? (প্রথম পুরুষ)
Answers
Answered by
0
Answer:
পুণি বইনদি যাও?(প্রথম পুরুষ )
Similar questions