ইলিয়াস এর জীবনে কিভাবে বিপর্যয় ঘনিয়ে এসে ছিল
Answers
Explanation:
দীর্ঘ 35 বছর এর অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠা দিয়ে ইলিয়াস বিপুল সম্পতি র মালিক হয়ে উঠেছিল । তার সৌভাগ্য ও প্রতিপত্তি র কথা চারিদিকে ছড়িয়ে পরে।সুখসমৃধি র মাঝ এই তার ছোট পূত্র এর স্ত্রী র ব্যাবহারে ও পুত্র এর অবাধতাই তাদের বাড়ি থেকে বিতাড়িত করলো। কিন্তু পুত্রকে একটি বাড়ি ও কিছু পশু দেওয়াই তার সম্পত্তি তে তান পরলো। এর পর মরকের ফলে তার অনেক ভেরা মারা গেলো।এর পর দুর্ভিক্ষ তে না খেতে পেয়ে তার অনেক গুলি গরু মোস মারা গেলো। কিরবিজ রা তার ভালো ঘোড়া গুলি চুরি করার ফলে তার অবস্থার আরো অবনতি হতে থাকলো। 70 বছরের ইলিয়াস পরিস্থিতি সামাল দেয়ার জন্য তার পসমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাবু, অবশিষ্ট পশু বিক্রি করে আরো চরম দুর্দশা এই পরলো ঘটনার পরিণাম ও প্রকৃতি অবস্থা বোঝার আগেই সে সর্বহারা হয়ে পরলো । এই ভাবেই ইলিয়াস এর জিবনে বিপর্যয় ঘনিয়ে এসে ছিল।