আদিম মানুষ যাযাবর ছিল নিজের উত্তরের স্বপক্ষে তিনটি বাক্য লেখ
Answers
Answered by
1
1) আদিম মানুষেরা এক জায়গার খাবার যেমন - ফল , গাছের মুল ইত্যাদি শেষ হয়ে গেলে আর এক জায়গায় চলে যেতো।
2) তাদের কঙ্কাল বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে ।
3) তাদের তৈরি অস্থায়ি বাড়ি বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে।
উপরের এই তিনটি বাক্য দ্বারা প্রমাণিত হয় যে আদিম মানুষেরা যাযাবর ছিল।
Similar questions