History, asked by satyjeetghosh79, 9 months ago

১৮৫৭ সালে র বিদ্রোহ ছিল সিপাহী বিদ্রোহ ...... যথাযথ বিশ্লেষন কর​

Answers

Answered by desusmita442
1

Answer:

১৮৫৭ সালের বিদ্রোহ ইতিহাসে সিপাহী বিদ্রোহ , মহা বিদ্রোহ , ভারতের প্রথম স্বাধীনতা সংগাম প্রভৃতি বিভিন্ন নামে পরিচিত । বিভিন্ন ঐতিহাসিক এ ব্যাপারে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ যুক্তি সহকারে তুলে ধরার চেষ্টা করেছেন । সিপাহী বিদ্রোহের প্রকৃতি নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের মতামত বিশ্লেষণ করলে যে দৃষ্টিকোণ সামনে আসে সেগুলি নীচে আলোচনা করা হলো -

Explanation:

সিপাহী বিদ্রোহ : বেশ কিছু ঐতিহাসিক ও চিন্তাশীল ব্যক্তিবর্গ মনে করেন যে, ১৮৫৭ সালের বিদ্রোহ ছিল নিছক সিপাহীদের বিদ্রোহ । রবার্টস , জন কে , জন সিলিং এবং দাদাভাই নওরোজি , রাজনারায়ণ বসু , দুর্গাদাস বন্দোপাধ্যায় , সৈয়দ আহমেদ খান প্রমুখ এই মতের সমর্থক । ড. রমেশচন্দ্র মজুমদার “ History of Freedom Movement in India " গ্রন্থে অনুরূপ মন্তব্য করেছেন । কিশোরী চাঁদ মিএ বলেছেন “ এই বিদ্রোহ ছিল একান্তভাবেই সিপাহীদের অভুখান । এতে গণ আন্দোলনের কোন ভুমিকা ছিল না।" ১৮৫৭ সালের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলার যুক্তি গুলি হলো - ১. ১৮৫৭ সালের বিদ্রোহ সিপাহীদের জন্য এবং সিপাহীদের দ্বারা সংঘটিত হয়েছিল । ২. দেশীয় রাজশক্তির অধিকাংশই হয় এই বিদ্রোহে নিরপেক্ষ ছিল নতুবা সিপাহীদের বিরুদ্ধাচরণ করেছিল । আবার ৩. শিক্ষিত ও সাধারণ মানুষ এই বিদ্রোহ থেকে দূরে ছিল ।

Similar questions