World Languages, asked by sankar007bond, 9 months ago

দার্জিলিং এর চিঠি কবিতা

Answers

Answered by snevin
0

Answer:

দার্জিলিং এর গান

ক্যাটাগরিঃ গানের লিরিক..., যাবো অচেনায় (২০০০)

খাঁদের ধারের রেলিং তোমার টানে

আমার সামনে কৈশোর টেনে আনে

ভোরের কুয়াশা খেলনার রেল গাড়ী

পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট বাড়ী

চলো অঞ্জন ছুটিতে দার্জিলিং এ

টেলেগ্রাফ এর তারেই নাচুক ফিঙে

ছেলেবেলা তার ছন্দেই একাকার

চলো অঞ্জন গীটারটা দরকার

মাউথ অর্গ্যান পকেটেই থাক রাখা

তাল দিয়ে যাবে রেল গাড়ী টার চাকা

কাঞ্চনজঙ্ঘার ডাক শুনি চলো

বলো অঞ্জন তোমার গল্প বলো

নেপালি ছেলের হাতেও গীটার থাকে

তার সুর ঘোরে পাহাড়ের ফাঁকে ফাঁকে

শুনে নেব গান ছুটিতেই তুমি আমি

গাই গান আমি ঝরনার কাছে থামি

বাড়ছে বয়স বাড়ছে স্মৃতির পুঁজি

ছেলেবেলা আমি এখনও তোমায় খুঁজি

খুঁজে যাই তবু বুঝি না খোঁজার মানে

খুঁজেছ তুমিও দার্জিলিং এর গানে

চলো অঞ্জন ছুটিতে দার্জিলিংএ

টেলেগ্রাফের তারেই নাচুক ফিঙে

ছেলেবেলা তার ছন্দেই একাকার

চলো অঞ্জন গীটার টা দরকার।

Explanation:

please like me and follow me

Similar questions