Environmental Sciences, asked by nargissabana, 7 months ago

) পরিবেশ দিবস পালন করা উচিত কেন
নি কোন জেলায় দেখা যায় ?​

Answers

Answered by SpanditaDas
0

Answer:

এই সময় জীবনযাপন ডেস্ক: গোটা বিশ্বে ৫ জুন পরিবেশ দিবস (World Environment Day) পালিত হয়। বিশ্ব পরিবেশ দিবস পালনের পিছনে উদ্দেশ্য হল, পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। সর্বপ্রথম ১৯৭৪ সালে রাষ্ট্রপুঞ্জ দ্বারা পালিত হয়েছিল এই দিনটি। প্রকৃতিকে কৃতজ্ঞতা জানানোর জন্য রোজই হতে পারে পরিবেশ দিবস। কিন্তু প্রকৃতি না বাঁচলে মানবজাতিই যে বিপন্ন হবে তার গুরুত্ব এবং এ নিয়ে সচেতনতা বাড়ানোই মূলত ৫ জুনের বিশেষত্ব।

Similar questions