১ ‘দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে’– কার সম্পর্কে কার এ উপলব্বি ?
উদ্দিষ্ট ব্যক্তির হতাশার চিত্রটি বিবৃত করাে।
Answers
Answer:
বাংলা নিউজ টছ উফ উফ gg হ্যাকগ্র
Explanation:
yfjvh
Answer:
কল্লোলের কূলধন মানিক বন্দ্যোপাধ্যায়ের "কে বাঁচায় কে বাঁচে" গল্পের প্রধান চরিত্র 'মৃত্যুঞ্জয়' সম্পর্কে তার স্ত্রী এমন মন্তব্য করেছে।
উদ্দিষ্ট ব্যক্তির হতাশার চিত্রটি:-
একদিন অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় ফুটপাথে একজন অনাহারক্লিষ্ট মানুষের মৃত্যু দেখে গভীর ভাবে ভেঙে পড়ে। তারপর সে সেইসব মানুষদের জন্য কিছু করতে চাওয়ার উদ্দেশ্য নিয়ে মাস মাইনে এর পুরো টাকাটা দান করে দেয় এবং এবং নিজে ফুটপাতে বেরিয়ে পড়ে অনাহারী মানুষদের সাথে দিন কাটায়।এবং শেষপর্যায়ে তার মনে দৃঢ় ধারণা জন্মায় যে যথাসর্বস্ব দান করেও সে ভালো কিছু করতে পারবে না।সেই কিছু না করতে পারার ব্যাপারে মৃত্যুঞ্জয়েরমনে দারুন একটা হতাশা জেগেছে। এবং মৃত্যুঞ্জয় শেষ পর্যন্ত উন্মাদ হয়ে যায়। তার পরনে ধূলিমলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়, ধুতি পরিণত হয় ছেড়া ন্যাকড়া ই এবং দাঁড়িতে মুখ ঢেকে যায়। ছোট মগ হাতে মৃত্যুঞ্জয় বলতে থাকে - " গাঁ থেকে এইছি। খেতে পাইনি বাবা। আমায় খেতে দাও"।