Biology, asked by smartaritra100, 8 months ago

মোবাইল ফোনের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ​

Answers

Answered by KhataranakhKhiladi2
21

•প্রথম বন্ধু (রাম):-

কিরে রহিম কেমন আছিস?

দ্বিতীয় বন্ধু (রহিম):-

হ্যাঁ ,ভালো ।তুই কেমন আছিস?

প্রথম বন্ধু (রাম):-

এখন মাঠে খেলতে আসিস না যে, বোধহয় মোবাইল ফোনটি নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিস তাই না?

দ্বিতীয় বন্ধু (রহিম):-

হ্যাঁরে আমিতো এখন পড়াশোনা খেলাধুলা সবকিছুই মোবাইল ফোনের মাধ্যমেই করে থাকি। তুইও একটা নতুন মোবাইল ফোন কিনে নে, নতুন নতুন স্মার্টফোনগুলো খুবই অসাধারণ এবং এর মাধ্যমে তুই বিশ্বব্রহ্মাণ্ডের বিভিন্ন সংবাদ এবং আরো বিভিন্ন ভিডিও হাতের মুঠোয় পেয়ে যাই।

প্রথম বন্ধু (রাম):-

খেলাধুলা করলে মানসিক বিকাশ ঘটে এবং মন ভাল থাকে। যা তুই করছিস না রহিম। ভবিষ্যতে এর ফল ভোগ করতে হবে তোকে।

দ্বিতীয় বন্ধু (রহিম):-

কক্ষনো নয় কারণ মোবাইল ফোন ব্যবহার করা মানে সব সময় সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকা বা ভিডিও গেম খেলা বা ভিডিও দেখা নয় মোবাইল ফোনের মধ্যে তুই পেয়ে যাবি বিপুল বইয়ের সম্ভার এবং বিশ্ব জগতের বিভিন্ন ধরনের সংবাদ যা কখনোই সংবাদপত্র কিংবা টিভির নিউজ চ্যানেলের মাধ্যমেও দেখতে পাবি না।

প্রথম বন্ধু (রাম):-

খেলাধুলা করলে শরীর চর্চা হয় মোবাইলের ধারা যা কখনোই হয় না।যত শরীরচর্চা করবি মাংসপেশী ততই সফল হবে, ভালো থাকবি।

দ্বিতীয় বন্ধু (রহিম):-

হ্যাঁ হয়তো শরীর চর্চা হচ্ছে না কিন্তু আধুনিক জগতে থাকতে গেলে আমাকে অনেক কিছু জানতে হবে আর যার জন্য মোবাইল ফোন একমাত্র উৎস।

প্রথম বন্ধু (রাম):-

তোর কথাগুলো কি আমি সমর্থন করি তবু আমি তোকে বলবো এটি একটি যন্ত্র এবং ওর দিকে মুখ করে তাকিয়ে থাকলে তোর চোখের ওপর প্রভাব পড়বে ক্ষতিকারক বিভিন্ন রশ্মির তাছাড়া শুনেছিস নিশ্চয়ই বিজ্ঞানীরা বলেছেন মোবাইল ফোন থেকে ‘ওয়েভ’(ultra violet wave) জাতীয় কিছু নির্গত হয় যা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক।

দ্বিতীয় বন্ধু (রহিম):-

তুই বল এই মোবাইল ফোন একমাত্র উৎস যার সাহায্যে আমরা দেশের অন্য প্রান্তে থাকা আমার কোন আত্মীয় কিংবা বিদেশে থাকা কোন আত্মীয়র সাথে অনায়াসে যোগাযোগ স্থাপন করতে পারি।

প্রথম বন্ধু (রাম):-

সব জিনিসের ভালো-মন্দ থাকে তাই আমার একটি অনুরোধ থাকলো তোর কাছে। অনুরোধটি হলো তুই দয়া করে মোবাইল ফোন ধরার সময় একটি কমিয়ে বিকেলে সকালে একবার করে মাঠে আয় এবং খেলাধুলা শরীর চর্চা কর, দেখবি মন ভালো থাকবে।

দ্বিতীয় বন্ধু (রহিম):-

হ্যাঁ, তুই ঠিক বলেছিস।অবশ্যই আমি মোবাইল ফোনের ব্যবহার টি এবার থেকে কম করব এবং মাঠে আসব।

প্রথম বন্ধু (রাম):-

ধন্যবাদ তোকে, আমার কথাটি রাখার জন্য।

দ্বিতীয় বন্ধু (রহিম):-

তোকেও ধন্যবাদ ,আমাকে এরকম একটি বিষয়ে অবগত করানোর জন্য।

Answered by Anonymous
5

Answer:

please refer the image......................

Attachments:
Similar questions