একটি আয়তাকার খেলার মাঠের পরিসীমা ২৫৬ মিটার এবং দৈর্ঘ্য ৭৪ মিটার। ঐ মাঠটির ক্ষেত্রফল কত?
Answers
Answer:
আয়তকার খেলার মাঠের পরিসীমা = ২৫৬ মিটার
এবং দৈর্ঘ = ৭৪ মিটার
আয়তক্ষেত্র এর পরিসীমা = ২( দৈর্ঘ + প্রস্থ )
অতএব , মাঠটির প্রস্থ হবে = ২ (৭৪ + প্রস্থ )= ২৫৬
বা , ৭৪ + প্রস্থ = ২৫৬/২
বা, প্রস্থ = ১২৮ - ৭৪
বা , প্রস্থ = ৫৪ মিটার
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ × প্রস্থ
বা , ৭৪ × ৫৪
বা , ৩৯৯৬ বর্গমিটার
অতএব , ঐ মাঠটির ক্ষেত্রফল ৩৯৯৫ বর্গ মিটার ।
সমাধান
বলা আছে
একটি আয়তাকার খেলার মাঠের পরিসীমা ২৫৬ মিটার এবং দৈর্ঘ্য ৭৪ মিটার।
নির্ণয় করতে হবে
আয়তাকার খেলার মাঠটির ক্ষেত্রফল
উত্তর
বলা আছে আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য = ৭৪ মিটার।
এখন আয়তাকার খেলার মাঠের পরিসীমা ২৫৬ মিটার
প্রশ্ন অনুসারে
2 ( দৈর্ঘ্য + প্রস্থ ) = ২৫৬
⇒ দৈর্ঘ্য + প্রস্থ = ১২৮
⇒ ৭৪ + প্রস্থ = ১২৮
⇒ প্রস্থ = ১২৮ - ৭৪
⇒ প্রস্থ = ৫৪
∴ আয়তাকার খেলার মাঠটির ক্ষেত্রফল
= ৭৪ × ৫৪ বর্গমিটার
= ৩৯৯৬ বর্গমিটার
━━━━━━━━━━━━━━━━
Brainly থেকে আরো জানুন :-
আমার কাছে 50 টাকা আছে। 50 টাকার 12%, আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি।
https://brainly.in/question/21418479
3. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনাে টাকার 10 বছরের সুদ সুদ-আসলের হবে তা নির্ণয় করি।
https://brainly.in/question/24784406