History, asked by kamal2153, 1 year ago

অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন?

Answers

Answered by Anonymous
13

আমাদের দেশকে ব্রিটিশ শাসকরা প্রায় দুই'শত বর্ষের অধিক সময় ধরে শাসন করেছিলেন। এই সময়কালে আমাদের দেশে স্বাধীনতার জন্য নানান রকম আন্দোলন দেখা গেছিল।

এর মধ্যে উল্লেখযোগ্য হল 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ।

ভারতে তখনও রাজশাসন বর্তমান ছিল। তাই বিভিন্ন অঞ্চলের শাসকরা এই বিদ্রোহে অংশগ্রহণ করে নেতৃত্ব দিয়েছিলেন।

অযোধ্যা এবং ফৈজাবাদ অঞ্চলে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব করেছিলেন, মৌলভী আহমদ উল্লাহ।

Similar questions