Science, asked by kousikmahatop713, 8 months ago

বাস্পমোচনকে প্রয়োজনীয় খতিকারক পদার্থ বলা হয় কেন​

Answers

Answered by dipteebarua
7

যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ তার মূল দ্বারা শোষিত জলের অপ্রয়োজনীয় ও অতিরিক্ত অংশ লেন্টিসেল, কিউটিকল, পত্ররন্ধ্র ইত্যাদি বায়বীয় অংশের মাধ্যমে দেহ থেকে বাস্পের আকারে বের করে দেয়, প্রোটোপ্লাজম নিয়ন্ত্রিত ওই শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে বাষ্পমোচন বলে।

বাষ্পমোচন কে প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলার কারণ ঃ

স্থলজ উদ্ভিদের বাষ্পমোচন একটি সাধারণ জীবজ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় উদ্ভিদের অতিরিক্ত জল নির্গত হয়ে উদ্ভিদ দেহ সতেজ রাখে। কিন্তু বায়ুতে জলীয় বাস্প কম থাকলে বা পরিবেশের উষ্ণতা বেশি হলে উদ্ভিদ দেহ থেকে প্রয়োজনের অতিরিক্ত জল নির্গত হয়ে গিয়ে উদ্ভিদের পাতা নেতিয়ে পড়ে, এমনকি উদ্ভিদের মৃতুও হতে পারে। অপরপক্ষে বাষ্পমোচন উদ্ভিদের বৃদ্ধি, জল বিশোষণ, জল ও খাদ্য পরিবহণ ইত্যাদিতে পরোক্ষভাবে সাহায্য করে।

Answered by payalchatterje
0

Answer:

বাষ্পমোচন কে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলার কারণ: বাসু মোচন উদ্ভিদের একটি অতিপ্রয়োজনীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ দেহে জল শোষণ, রসের উৎস্রোত, পুষ্টি সরবরাহ,তাপমাত্রার সাম্যবস্থা, অতিরিক্ত জল ত্যাগের মাধ্যমে জলের সাম্যবস্থা প্রভৃতি প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়।আবার বায়ুমন্ডলের আর্দ্রতা কম থাকলে এবং তাপমাত্রা বেশি থাকলে বাষ্পমোচন এর হার বৃদ্ধি পাওয়ায় উদ্ভিদ দেহ থেকে প্রয়োজনীয় জল বেরিয়ে যায়। ফলে দেহের বিভিন্ন বিপাকক্রিয়া ব্যাহত হয়, এমনকি এই অবস্থার দীর্ঘদিন চলতে থাকলে উদ্ভিদের মৃত্যু হতে পারে।সুতরাং বাষ্পমোচন প্রক্রিয়া একদিকে যেমন উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া কে নিয়ন্ত্ৰণ করে, তেমনি অন্যদিকে অতিরিক্ত বাষ্পমোচন এর ফলে উদ্ভিদের মৃত্যু হতে পারে।তাই বিজ্ঞানি কার্টিস বাষ্পমোচন কে উদ্ভিদের প্রয়োজনীয় ক্ষতি বলে অভিহিত করেছিলেন।

এটি একটি বাংলা প্রশ্ন l

আরও দুটি বাংলা প্রশ্ন:

https://brainly.in/question/9179234

https://brainly.in/question/5630001

#SPJ5

Similar questions