শব্দের ত্রিবিধ কথা কী কী?
Answers
Answered by
0
আমাদের শব্দের আলংকারিকগণের মধ্যে যে – ত্রিবিধ প্রসঙ্গের কথা উল্লেখ করা হয়েছে, সেগুলিকে বলা হয় শব্দের ত্রিবিধ। এর মধ্যে রয়েছে অভিধা , লক্ষণা ও ব্যঞ্ছনা ।
অভিধা
- অভিধা হল মুলত শব্দের আভিধানিক অর্থ অথবা বলা যেতে পারে একদম প্রাথমিক অর্থ।
- যেমন ধরুন: 'গাছ' শব্দের আভিধানিক অর্থ বোঝায় বৃক্ষ বা উদ্ভিদকে।
লক্ষণা
- লক্ষণা বলতে বোঝায় শব্দের সেই অর্থ, যার মাধ্যমে শব্দটির অভিধানিক অর্থ সম্পূর্ণরুপে না বদলে অর্থ প্রজাশ করতে পারে।
- যেমন বলা যেতে পারে: 'গ্রামের মর্যাদা' বললে গ্রামবাসীদের মর্যাদা বোঝায় কিন্তু গ্রাম তো একটি জড় বস্তু। তার কখনো মর্যাদা থাকতে পারে না।
ব্যঞ্জনা
- ব্যঞ্জনা বলতে বোঝায় শব্দের সবচেয়ে সূক্ষ্মতম অর্থ, যেটি শব্দ যখন নিজস্ব অর্থ থেকে বিচ্যুত হয়ে সম্পূর্ণ আলাদা নতুন এক অর্থ প্রকাশ করে। তখনই সেই নতুন অর্থকে বলে ব্যঞ্জনা।
- যেমন ধরুন: যদি বলা হয় 'টাকার গাছ', তাহলে কোনো গাছের কথা বলা হয় না। এমন এক ধনী ব্যক্তিকে প্রকাশ করা হয়, যার কাছে চাইলেই টাকা পাওয়া যেতে পারে |
#SPJ1
Similar questions