Geography, asked by MdMominUddinMuhebbin, 9 months ago

বন্যপ্রাণী সপ্তাহ পালন হয় কোন্ মাসে?

Answers

Answered by joinaditya6
1

Answer:

অক্টোবরের প্রথম সপ্তাহে বিশ্ব বন্যপ্রাণী সপ্তাহ পালন করল ভারত। তবে এই সপ্তাহটি দেশের বন্যপ্রাণীদের নিরিখে জঘন্যতম সপ্তাহ রূপে দেখা দিল।

গুজরাটের গিরে এক মাসের মধ্যে কমপক্ষে ২৩টি সিংহ মারা গিয়েছে। এর ফলে ওই অঞ্চলে মহামারীর আশঙ্কা দানা বাঁধছে। দেশজুড়ে বাঘেদের অবস্থাও বেশ খারাপ। মহারাষ্ট্রে বনদপ্তরের কর্মীরা এক মানুষখেকো বাঘিনীকে গুলি করে মারার চেষ্টা করে চলেছে। অন্যদিকে, অসমে ‘গো-হত্যার দায়ে আরেকটি বাঘিনীকেই বন্দি করার চেষ্টা করে চলেছেন সেখানকার বন দপ্তরের কর্মীরা।

এই ঘটনাগুলো থেকে একটা বিষয় পরিষ্কার - সংরক্ষিত বনানঞ্চলগুলোতে দুটি জিনিসের প্রয়োজন রয়েছে - বিজ্ঞান ও মাঠে নেমে কাজ করার পারদর্শিতা। আপাতত এই দুটি বিষয়ের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে।

Explanation:

ভারতের কাছে সিংহের গুরুত্ব অপরিসীম। অশোক স্তম্ভে সিংহের ছবি রয়েছে। দেশের প্রতিটি নোটেও সেই ছবি শোভা পায়। দেশের জাতীয় প্রতীকে চার চারটি সিংহের ছবি রয়েছে এবং ১৯৭২ সাল অবধি সিংহই আমাদের দেশের জাতীয় পশু ছিল। সিংহকে এখনও আমরা পশুরাজ হিসেবে গণ্য করি। যদিও সিংহের পরিধি এখন অনেকটাই কমেছে, সিংহ সম্পর্কে মানুষের কৌতূহলের কিন্তু অন্ত নেই।

সাহিত্যেও সিংহের প্রবেশ অবাধ। যেমন সি ডাব্লু লুইসের ক্রনিকলস অফ নর্নিয়া।

এত কিছু সত্ত্বেও সিংহকেও দেশের রাজনীতির শিকার হতে হয়েছে।

বহুবছর আগে, মধ্যপ্রদেশেকে কয়েকটি সিংহ দেওয়ার জন্যে গুজরাটকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এর কারণ এশিয়াটিক সিংহরা একমাত্র গুজরাটেই রয়েছে। কিন্তু গুজরাট সেই ভাগ বাঁটোয়ারায় রাজি হয়নি। উল্টে, রাজ্যের তরফ থেকে বলা হয়েছিল যে তারা সিংহদের শারীরিক শুশ্রূষার জন্য যথাপোযুক্ত ব্যবস্থা নেবে।

সবকটা ডিম একই বাক্সে থাকলে যা হওয়ার আশঙ্কা থাকে এ ক্ষেত্রেও তাই হয়েছে।

Similar questions