Science, asked by tithid292, 7 months ago

হরমোন কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো​

Answers

Answered by thakurshipra408
2

Answer:

হরমোন ( Hormone ) : যে জৈব রাসায়নিক পদার্থ কোন নির্দিষ্ট অনাল বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় দেহের তরলের মাধ্যমে বাহিত হয়ে প্রধানত দূরবর্তী কোন অঞ্চলের লক্ষ্যকোশে পৌঁছায় এবং কোশগুলির নির্দিষ্ট ক্রিয়া-কলাপ নিয়ন্ত্রণ এর দ্বারা বৃদ্ধি , পরিস্ফুরন , জনন প্রভৃতি প্রবাহিত করে ক্রিয়া শেষে ধ্বংসপ্রাপ্ত হয় তাকে হরমোন বলে ।

Explanation:

হরমোনের বৈশিষ্ট্যসমূহ : ১. হরমোন খুব অল্প মাত্রায় ক্রিয়াশীল হয় । প্রয়োজনের তুলনায় কম বা বেশি ক্ষরনে হরমোন দেহের স্বাভাবিক অবস্থা তৈরি করে । ২. কাজের শেষে হরমোন ধ্বংস হয় ও দেহ থেকে নির্গত হয় । ৩. হরমোন কেবলমাত্র নির্দিষ্ট একটি কোশের উপর কাজ করে । ৪. হরমোন দেহে দীর্ঘসময় সঞ্চিত থাকে না । ৫. সাধারণত ( ব্যতিক্রম : স্থানীয় হরমোন ) হরমোন উৎস থেকে দূরে সরে গিয়ে কাজ করে ।

Similar questions