রেলপথের তিনটি সুবিধা তিনটি অসুবিধা লেখো।
Answers
Answered by
21
রেলপথের সুবিধা এবং অসুবিধা গুলি হল নিম্নরূপ -
সুবিধা :
- রেলপথের মাধ্যমে দূর-দূরান্তের যাত্রা স্থলপথের মাধ্যমে করা যায়
- রেলপথের মাধ্যমে সুলভে স্থলপথের যাত্রা সম্ভব হয়।
- রেলপথে চালিত রেলের মাধ্যমে আমরা অনেক পরিমানে মালপত্র পণ্যসামগ্রী এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত পরিবহন করতে সম্ভবপর হই।
অসুবিধা :
- রেলপথের মাধ্যমে নির্দিষ্ট কোন জায়গায় যাওয়া সম্ভবপর নয় কারণ রেলপথের একমাত্র গন্তব্যস্থান হল বিভিন্ন রেলওয়ে স্টেশন।
- রেলপথ নির্মাণের ফলে অনেক ক্ষেত্রেই বাসস্থান উচ্ছেদন করা হয়।
- রেলপথের যাত্রায় অনেক সময়ে রেল জনিত দুর্ঘটনা ঘটে থাকে।
Answered by
3
Answer:
Hope it's helpful for you
Attachments:
Similar questions