Environmental Sciences, asked by pratimapaul001, 8 months ago

ইকোলজি পড়ার উদ্দেশ্য​

Answers

Answered by bhupesh05raut
3

Answer:

একাডেমিক সঙ্গা বা প্রতিশব্দ মাঝে মাঝে বিদঘুটে হয়ে থাকে। যেমন, যদি বলি Ecology এর অর্থ বাস্তুসংস্থান এবং জিজ্ঞেস করি “বাস্তুসংস্থান” কি? নিশ্চিত থাকেন 1000 জনে হয়তো 1 জন সঠিক উত্তর দিতে পারবে।

Ecology, Environment, ambiance, convenience, conducive -এগুলো খুব ঘনিষ্ট সম্পর্কযুক্ত শব্দ। এটাকে Biological ecosystem হিসেবে ব্যাখ্যা করতে পারেন। অনেকের কাছে ecology is like a religion বা ধর্ম বা আমরা যেমন বলি, একটি জীবন ব্যবস্থা।

খুব সহজ করে Ecology হলো মাছের নিকট পানি যেখানে সে আনন্দে সাঁতার কাটতে পারে, বাচ্চা জন্ম দেবার কথা চিন্তা করতে পারে। প্রকৃতির জন্য Ecology ঠিক তাই যেখানে প্রাকৃতিক পরিবেশ অক্ষুন্ন থাকে আর ফ্লোরা এন্ড ফনা সহজে, বাঁধামুক্তভাবে বিকশিত হতে পারে।

Similar questions