Physics, asked by puja8163, 8 months ago

একটি অবতল দর্পণ কে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে?

Answers

Answered by sankhadipsannigrahi
11

Answer:

কোনো পরিবর্তন হয় না

Explanation:

ফোকাস length একই থাকে

Answered by Anonymous
5

একটি অবতল দর্পণ'কে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে।

উপরিউক্ত প্রশ্নটির উত্তরটিকে সম্পূর্ণভাবে বোঝার জন্য আমাদের অবতল দর্পণ এবং তার ফোকাস দৈর্ঘ্য সম্পর্কে আরও তথ্য জানতে হবে।

অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য :

  • কোন অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য (focal length), অবতল দর্পণের মেরু (pole) থেকে প্রধান ফোকাসের (focus) মধ্যেকার দূরত্বকেই বলা হয়ে থাকে।
  • গাণিতিকভাবে দেখতে গেলে কোন অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য (f) সেই অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের (r) অর্ধেক হয়ে থাকে। (f = r/2)
  • এই ফোকাস দৈর্ঘ্যের মান বাহ্যিক পরিবেশের ওপর নির্ভরশীল নয়। তাই জলে নিমজ্জিত করলেও অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্যের কোনরূপ পরিবর্তন হয় না।

অতএব, আমরা অবতল দর্পণ'কে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্যের কিরুপ পরিবর্তন হবে, সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম।

Similar questions