কোমাগাতামারু ঘটনা কি
Answers
Answer:
sir don't no Urdu language
Answer:
কোমাগাতামারু আসলে একটি বাষ্প চালিত বা স্টিমইঞ্জিন চালিত জাহাজ | এই জাহাজের নির্মাতা ছিল জাপানি কোম্পানি | যার মালিক ছিল Shinyei Kisen Goshi Kaisya | এটি মূলত Cargo Ship ছিল | এই জাহাজটি তৈরি করা হয় 1890 সালে|
Explanation:
কোমাগাতামারু নামক এই জাহাজটি ছাড়া হয়েছিল ব্রিটিশ শাসিত হংকং থেকে | এটি তারপর সাংহাই,
চীন, ইয়োকোহামা, জাপান, ভ্যানকুয়ার, 1914 সালে কানাডাতে পৌঁছায় | এই জাহাজের মধ্যে ছিল
376 জন যাত্রী যার মধ্যে 340 জন শিখ ধর্মালম্বী, 24 জন মুসলিম, 12 জন হিন্দু | এই 376 জন যাত্রীর
মধ্যে 24 জন যাত্রীকে কানাডা গ্রহণ করেছিল এবং বাকি 352 জন যাত্রীকে নিষিদ্ধ করা হয় কানাডাতে |
বাকীদেরকে ভারতে ফিরে আসার জন্য চাপ দেওয়া হয়|
এবার আপনাদের মধ্যে প্রশ্ন জাগবে ভারতীয়রা তখন কানাডাতে কি করছিল তাই না ?
আজকের দিনে যেমন ভারতীয়রা US, UK তে চাকরি করে জীবনে প্রতিষ্টিত হতে চাইছে ঠিক তেমনি
তখনকার দিনে ইংরেজদের হাত থেকে বাঁচতে অর্থাৎ ওদের অত্যাচারের হাত থেকে বাঁচতে নর্থ
আমেরিকা তে গিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে চেয়েছিল | এই চিন্তা ধারা বেশি দেখা গিয়েছিল পাঞ্জাবের
মানুষদের মধ্যে তারা ঠিক করেছিল উত্তর আমেরিকা তে গিয়ে কাজ জোগাড় পড়বে এবং আর্থিক
অবস্থা উন্নতি ঘটাবে এবং জীবনযাত্রা আরো সুখময় করবে |
কিন্তু, সেখানে গিয়ে ঘটলো ঠিক উল্টো ঘটনা| ভারতীয়রা যেখানে যেত তাদের ব্রাউন বলে ব্যঙ্গ করা
হতো কারণ নর্থ আমেরিকার দেশগুলিতে যে ফর্সা মানুষেরা থাকতো তাদের চামড়ার রঙ ছিল পুরোটাই
সাদা এবং যে সমস্ত বাস করত তাদের পুরো কালো |
কানাডার বাসিন্দারা চাইছিল ভারতীয়দের Immigration বন্ধ করে দিতে কারণ তারা ভয় পাচ্ছিল যে
যেহারে ভারতীয়রা কানাডাতে আসছে এবং কম পয়সার বিনিময়ে কাজ করছে একদিন হয়তো কানাডিয়ানদের কাজী থাকবে না | কানাডা সরকার অর্থাৎ ব্রিটিশ সরকার কন্টিনিউয়াস প্যাসেজ আইন চালু করে যার নিয়ম ছিল যদি কোন ভারতীয় কে কানাডাতে আসতে হয় তবে ভারত থেকে সরাসরি টিকিট কাটতে হবে এবং সরাসরি কানাডাতে আসতে হবে গন্তব্যের মাঝখানে কোথাও দাঁড়ানো যাবেনা এবং প্রত্যেক ভারতীয়র কাছে 200 ডলার থাকতে হবে | ভারতীয়রা যাতে না এমন ভাবে কানাডাতে আসতে পারে তাই এমন ষড়যন্ত্র করেছিল ইংরেজরা |
এখান থেকে সূত্রপাত হয় কোমাগাতামারু হাড় হিম করা ঐতিহাসিক ঘটনা |
এই ঘটনার পিছনে যার সবথেকে অবদান ছিল তিনি হলেন Gurdit Singh | ইনি আসলে দূরদর্শী ধনী ব্যবসায়ী ছিলেন | ইনি THE CONTINIOUS PASSAGE ACT এর ব্যাপারে সমস্ত কিছুই জানতেন এবং এর বিরোধিতা করার জন্য তিনি কানাডাতে যাওয়ার জন্য পরিকল্পনা তৈরি করেছিলেন | কোমাগাতামারু জাহাজটি ছাড়া দু'দিন আগেই Gurdit Singh কে arrest করা হয় কারণ তিনি বেআইনিভাবে ব্লাকে টিকিট বিক্রয় করছিলেন | ব্রিটিশ শাসিত হংকংয়ের পুলিশ Gurdit Singh কে এরেস্ট করেন কারণ এই জাহাজটির দলিল ছিল অর্থাৎ মালিকানা ছিল Gurdit Singh এর নামে | যাই হোক হংকং পুলিশরা আটকে রেখে দিয়েছিল কোমাগাতামারু কারণ গন্তব্য ছিল কানাডা তাই এখন কি করা হবে তার নির্দেশ বলি পাঠানো হবে ইংল্যান্ড থেকে নয়তো কানাডা থেকে |
শেষমেষ, অনুমতি পাওয়া গেল কোমাগাতামারু কে তার যাত্রা শুরু করার জন্য এই অনুমতি পাওয়া গিয়েছিল 4th Apr, 1914 | 111 জন সাংহাই, 86 জন ইয়োকোহামা, ওরা 14 জন অন্যান্য বন্দর থেকে কোমাগাতামারু জাহাজটিতে উঠল এবং মোট যাত্রী সংখ্যা দাঁড়ালো 376 জন |
জার্মান ও ব্রিটিশ সংবাদমাধ্যম প্রকাশ করল সাংহাই থেকে ভ্যানকুয়ারে ভারতীয়রা আসছে তাদের
সংস্কৃতি নিয়ে | এই নিয়ে কানাডাতে প্রচুর হইচই পড়ে গেল| কানাডা সংবাদমাধ্যমে হেডলাইনে দেওয়া
ছিল যে হিন্দু ভর্তি একটি জাহাজ ভ্যানকুয়ারে আসছে এবং হিন্দুদের আধিপত্য বৃদ্ধি করতে |
23rd may,1914 তে যখন কোমাগাতামারু পৌঁছালো কানাডার তখন কানাডায় থাকা ভারতীয়রা
সংবাদমাধ্যমের দ্বারা জেনে গিয়েছিল যে ভারতীয়রা আসছে এবং তাদের ইমিগ্রেশন যাতে না হয় তার
জন্য ইংরেজরা কন্টিনিউয়াস প্যাসেজ আইন চালু করেছে অর্থাৎ ভারত থেকে যারা আছে তাদেরকে
সহায়তা করা আমাদের একমাত্র কাজ আর অন্যদিকে স্থানীয় কানাডিয়ানরা চাইছিল যাতে ভারতীয়দের
কানাডাতে প্রবেশ করতে না দেওয়া হয় | শেষমেষ অনেক লড়াই করার পরও মাত্র 24 জনকে কানাডা
প্রবেশাধিকার দিয়েছিল এবং বাকি যাত্রীদেরকে কানাডিয়ান মিলিটারি বল প্রয়োগ করে ইন্ডিয়াতে ফিরিয়ে
দেওয়ার জন্য এই সমস্ত কার্যকলাপ হচ্ছিল সম্পূর্ণ ইংরেজদের সংকেত |
26th sept, 1914 সালে কোমাগাতামারু জাহাজটি কলকাতার কাছাকাছি বজবজতে ইউরোপিয়ান পোর্ট পুলিশ দ্বারা ধৃত করা হয় | এখান থেকেই বজবজের সাথে কোমাগাতামারু ঘটনার সূত্রপাত | see more on https://www.bangla-news.in/2020/09/blog-post_29.html