History, asked by dulalnanda, 7 months ago

কবে সতীদাহ পথা রদ হয় ? ​

Answers

Answered by akanksha2614
4

Explanation:

সতীদাহ প্রথা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী বিধবা নারীদের স্বামীর চিতায় সহমরণে বা আত্মহুতি দেবার ঐতিহাসিক প্রথা, যা রাজা রামমোহন রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় বন্ধ হয়। মূলত উত্তরে এবং প্রাক আধুনিক যুগে দক্ষিণ ভারতে এই প্রথা পালিত হতে দেখা যেত ৷[১][২][৩][৪] কোন সময় থেকে এই প্রথার উদ্ভব হয় এটা নিয়ে তেমন কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় নি ৷

Answered by DEBOBROTABHATTACHARY
0

ভারতের প্ৰথম আধুনিক মানুষ হিসাবে পরিচিত রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে জনমত গড়ে তোলেন।

তাঁর এই আন্দোলন এবং বিশিষ্ঠজনের সহমর্মিতায় উৎসাহিত হয়ে ১৮২৯ সালে লর্ড বেন্টিঙ্ক সপ্তদশ বিধি আইন দ্বারা এই প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন।

Similar questions