নিউ ইন্টিগ্রেটেড সভঃ স্কুল, কুৱী
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
নবম শ্রেণি
বাংলা (প্ৰথম ভাষা)
সেপ্টেম্বর:এক
(ক) নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও:
১.সৈয়দ মুজতবা আলী তাঁর 'নব নব সৃষ্টি' প্রবন্ধে কোন্ সাহিত্যসৃষ্টিকে বাঙালির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বলে উল্লেখ করেছেন?
২.সারাটা রাত 'আবহমান' কবিতার অদৃশ্য ব্যক্তিটি কোথায় স্বপ্ন এঁকে রাখে?
৩.ভারতে মার্গারেটের কাজের ক্ষেত্রে কী কী বিঘ্ন হতে পারে বলে স্বামীজি মনে করেছিলেন?
৪, 'আকাশে সাতটি তারা কবিতার সাতটি তারা কী কী?
৫.'একমাত্র আরবি-ফার্সি শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে যে, এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ
বাংলাতে ঢুকবে না'— লেখকের এরূপ মন্তব্যের কারণ কী?
৬.দৃষ্টান্ত সহ যৌগিক স্বর বা সন্ধ্যক্ষর কাকে বলে লেখাে।
৭ প্রকৃতি-প্রত্যয় নির্ণয় করাে:(i)দাশরথি, (i)সৃষ্টি ।
সেপ্টেম্বর:দুই
(খ) নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও:
১.কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত 'আবহমান' কবিতায় কোন্ গাছের বুড়িযে ওঠার কথা বলা হয়েছে?
২.ইংল্যাণ্ডে বেদান্ত প্রচারের কাজে স্বামীজিকে সাহায্য করেছিলেন কে?
৩.কবি জীবনানন্দ দাশ কাদের মাঝে বাংলার প্রাণ খুঁজে পান?
৪.'...তােরসে-ধরে হেঁচকা টানে'- উদ্ধৃতাংশটি কোথা থেকে নেওয়া হযেছে? আলােচ্য অংশে কোন্ গুলােকে কবি হেঁচক
টান দিতে বলেছেন?
Answers
Answered by
2
Answer:
sooo sorry I am bengali but I can't read it আমি বাঙালি
Similar questions