বাংলার নবজাগরণ ছিল কলকাতা শহর কেন্দ্রিক - মন্তব্যটি বিশ্লেষণ করাে।
Answers
Answered by
77
Answer:
বাংলার নবজাগরণ ইতালির নবজাগরণ এর মত ছিলনা । এই জাগরণ ছিল কলকাতার মধ্যেই সীমাবদ্ধ। কলকাতার মধ্যবিত্ত সমাজ এবং কয়েকজন উচ্ছবিত্ত ছাড়া অন্য কোনো শহরের মানুষ এতে অংশগ্রহণ করেননি। যা ইতালির নবজাগরণ এর তুলনায় সম্পূর্ণ আলাদা। তাই বাংলার নবজাগরণ ছিল কলকাতা শহর কেন্দ্রিক।
Explanation:
follow and thanks .......m
Answered by
0
বাংলার নবজাগরণ ছিল কলকাতা শহর কেন্দ্রিক-
- ঐতিহাসিকরা ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিজয় এবং সেইসাথে ১৭৭২ সালে জন্মগ্রহণকারী "বাংলার রেনেসাঁর জনক" হিসাবে বিবেচিত সংস্কারক রাজা রামমোহন রায়ের কাজগুলিকে আন্দোলনের সূচনা খুঁজে পেয়েছেন।
- নবজাগরণ কলকাতাকেন্দ্রিক এবং রাম মোহন রায় (১৭৭২-১৮৩৩) এর নেতৃত্বে ছিল; এর আলোকিত কবি, রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪৪), ভারত ও বাংলাদেশ উভয়ের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন এবং ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
#SPJ3
Similar questions