Biology, asked by amenakhan261, 6 months ago


নীচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখাে।
‘চিঠি’ কবিতার কবি ও তার লেখা দুটি গ্রন্থের নাম লেখাে। খােকা ভাইয়ের চিঠি পাওয়ার
পর কবির কী মনে হয়েছে ?

Answers

Answered by godgames219
0

Answer:

1-তাঁর লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখাে।

উত্তর। কবি জসীমউদ্দিনের লেখা দুটি কবিতার বইয়ের নাম—‘রাখালী’, ‘নক্সী কাঁথার মাঠ।

2-খােকা ভাই এর চিঠিটির প্রসঙ্গে কবি যে সমস্ত উপমা ও তুলনাবাচক শব্দ ব্যবহার করেছেন তাদের ব্যবহারের সার্থকতা বুঝিয়ে দাও।

উত্তর। কবি থােকা ভাই এর চিঠি পেয়ে খুবই আনন্দিত হয়েছেন। তার চিঠিটা যেন শীতের ভােরের রােদের মতো মিঠে লাগছিল এই উপমাটি ব্যবহার করেছেন। খােকা ভাইয়ের চিঠিতে লেখা হরফকে রঙিন হাতের লেখা বলে তুলনা করেছেন। এখানে তুলনাবাচক শব্দ হল মতাে।

hope it will helps you then pls make me brainlist

Similar questions