History, asked by tanmoymahato2003, 7 months ago

ঘটশ কোম্পানিকে বাংলা-বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার দেন-(সম্রাট দ্বিতীয় শাহআলম সম্রাটফররুখশিয়র
স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতার নীতি মেনে নিয়েছিলেন- (টিপুসুলতান/সাদাৎ খান/নিজাম)।
ভেবে দেখো
খুঁজে দেখা
রতন শ শ অ মিলিয়ে লেখা
ক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করাে :
গজেবের শাসনকালে মুর্শিদকুলি খান ছিলেন বাংলার-(দেওয়ান ফৌজদার নবাব)।
আহমদ শাহ আবদালি ছিলেন- (মারাঠা/ আফগান/ পারসিক)।
আলিনগরের সন্ধি হয়েছিল-- (মির জাফর ও ব্রিটিশ কোম্পানিরমধ্যে সিরাজ ও ব্রিটিশকোম্পানির মধ্যে/মিরশি ও
১৭৬৪ খ্রিস্টাব্দ
স্ববিলােপ নীতি
লাহােরের চুক্তি
টিপু সুলতান
প্রথম ইকগ-শিখ যুদ্ধ।
বক্সারের যুদ্ধ
মহীশুর
লর্ড ডালহৌসি
ব্রিটিশ কোম্পানির মধ্যে)।
সম্রাট ঔরঙ্গজেব)।​

Answers

Answered by malanikanchan75
0

Answer:

অধীনতামূলক মিত্রতা [Subsidiary Alliance]:- গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি [Lord Wellesley] অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন । তিনি একজন ঘোর সাম্রাজ্যবাদী শাসক ছিলেন । ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তারের জন্য লর্ড ওয়েলেসলি যে সকল নীতি গ্রহণ করেছিলেন, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল অধীনতামূলক মিত্রতা নীতি (Subsidiary Alliance) । অধীনতামূলক মিত্রতা নীতির মূল কথা হল যে— কোন দেশীয় রাজ্যের রাজা ইংরেজদের সঙ্গে মিত্রতা চুক্তিতে আবদ্ধ হতে পারবেন । দেশীয় রাজাদের অভ্যন্তরীণ অধিকার ক্ষুন্ন না করে তাঁদের নিজেদের অধীনে রাখাই হল অধীনতামূলক মিত্রতা নীতির মূল কথা । কোনো দেশীয় রাজা এই নীতি গ্রহণ করলে তাঁকে কতকগুলি শর্ত পালন করতে হত, যেমন—

১) অধীনতামূলক মিত্রতায় আবদ্ধ দেশীয় রাজাগুলিকে কোম্পানির বশ্যতা স্বীকার করতে হত ।

২) সংশ্লিষ্ট দেশীয় রাজ্যগুলিতে একদল ইংরেজ সৈন্য এবং একজন ইংরেজ রেসিডেন্ট রাখতে হত ।

Similar questions