Chemistry, asked by biswasantu2468, 6 months ago


অ্যানােড মাড কী? এর গুরুত্ব লেখাে​

Answers

Answered by qwmagpies
21

তড়িৎ বিশ্লেষণ এর সময় অ্যানোডের চারদিক থাকা মসলিনের থলিতে যে কাদার মতো ধাতু জমা হয় তাকে অ্যানােড মাড বলে।

  • তামার তড়িৎ বিশ্লেষণ এর সময় অবিশুদ্ধ কপার তড়িৎ অ্যানোডের চারদিক মসলিনের থলি দিয়ে ঘেরা থাকে ।
  • এই থলিতে অ্যানোডে থাকা গোল্ড, সিলভার, প্লাটিনাম ইত্যাদি দামি ধাতু কাদার আকারে জমা হয় । একে অ্যানোড মাড বলে ।
  • অ্যানোড মাড থেকে গোল্ড, সিলভার প্লাটিনাম প্রভৃতি দামি ধাতু পাওয়া যায়। এই ধাতুগুলি বিভিন্ন কাজে লাগানো হয়।
Answered by mannapratap6
2

Answer:

তামার তড়িৎ পরিবহনের সময় অবিশুদ্ধ তামার সঙ্গে মিশে থাকা কিছু মূল্যবান ধাতু অ্যানোড এর নিচে কাঁদার আকারে জমা হয়। একে অ্যানোড মাড বা অ্যানোড কাদা বলে।

অ্যানোড মাড থেকে সোনা , সিলভার, প্লাটিনাম ইত্যাদি মূল্যবান ধাতু গুলি পাওয়া যায়।

Explanation:

please make me brinalis

Similar questions