১৮৬০ খ্রিস্টাব্দে আসামে চা বাগান ধর্মঘটে কে নেতৃত্ব দেন?
Answers
Answered by
0
পন্ডিত গঙ্গাদয়াল দীক্ষিত ও দেওশরন ১৮৬০ খ্রিস্টাব্দে আসামে চা বাগান ধর্মঘটে নেতৃত্ব দেন |
- ১৯শতকের শুরুর দিকে ইংরেজরা আসামে বাণিজ্যিক ভিত্তিতে চা চাষের সিদ্ধান্ত নিলে উড়িষ্যা,বিহার,মধ্য ওউত্তর প্রদেশ,বাকুড়া থেকে প্রচুর শ্রমিক সংগ্রহ করা হয়।
- শ্রমিক সংগ্রহের এ প্রক্রিয়াও ছিল প্রতারনাপূর্ণ । বলা হয়েছিল'গাছ হিলায়েগা তো পায়সা মিলেগা'কিন্তু পরিস্থিতি ছিল ঠিক তার উল্টো। আর ভয় ভীতি প্রদর্শন,দালালদের দৌড়াত্ব(আড়কাঠি)তো ছিল তার দোসর।
- বিংশ শতকের শুরুতে স্বাধীনতা সংগ্রাম ও বিশেষ করে ১৯১৭সালে রুশ বিপ্লবের প্রভাবে বিকশিত হয় শ্রমিক আন্দোলন।১৯১৮ থেকে ২০সালের মধ্যে চা বাগানে স্বতঃস্ফূর্ত শ্রমিক ধর্মঘট শুরু হয়।
- এ প্রক্রিয়ায় পন্ডিত গঙ্গাদয়াল দীক্ষিত ও দেওশরনের নেতৃত্বেই প্রায় ৩০হাজার চা শ্রমিক নিজ মুল্লুকের পথে রওনা দেন।
- প্রচুর লড়াইয়ের পর অবশেষে নতিস্বীকার করে ইংরেজ সরকার।চা জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে ঘটন করে একটি কমিশন নিযুক্ত হয়।আজ রেশনসহ যেসকল সুযোগ চা শ্রমিকরা পান তা এই আন্দোলনেরই কারনে |
#SPJ1
Similar questions