Art, asked by sahebgupta510, 5 months ago

মনের চোখ বাডানো কমানো আসলে কী ?​

Answers

Answered by bhagabatidalbehera
6

Answer:

Sr dear I can't understand the language of the question plz give ur question in English or Hindi language

Explanation:

plz follow me, Mark me as a brainleist and plz thanked to my answer ☺️✌️

Answered by payalchatterje
0

Answer:

মনের চোখ বাডানো কমানো অর্থ:ফ্রাঁস সান্ত্বনা দিয়ে বলেছেন, ‘কিন্তু আমার মনের চোখ তো মাত্র একটি কিংবা দুটি নয়। মনের চোখ বাড়ানো-কমানো তো সম্পূর্ণ ব্যক্তি হাতে। নানা জ্ঞান-বিজ্ঞান যতই ব্যক্তি আয়ত্ত করতে থাক, ততই এক-একটা করে ব্যক্তি মনের চোখ ফুটতে থাকে।’ এরপরই লেখক ব্যক্তি মনের চোখ ফোটানোর আরো একটা প্রয়োজনের কথা বলেছেন। তার ভাষায় বারট্রান্ড রাসেল বলেছেন, ‘সংসারে জ্বালা-যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে, মনের ভেতর আপন ভুবন সৃষ্টি করে নেয়া এবং বিপদকালে তার ভেতর ডুব দেয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয়।’

এরপরই লেখক প্রশ্ন রেখেছেন, ‘ এই অসংখ্য ভুবন সৃষ্টি করি কি প্রকারে?’ আবার উত্তরও দিয়েছেন, বই পড়ে। দেশ ভ্ৰমণ করে। কিন্তু দেশ ভ্ৰমণ করার মতো স্বাস্থ্য এবং সামৰ্থ্য সকলের থাকে না, কাজেই বাকি থাকে বই শেষ পর্যন্ত ।

এটি একটি বাংলা প্রশ্ন

আরও দুটি বাংলা প্রশ্ন:

https://brainly.in/question/9179234

https://brainly.in/question/5630001

Similar questions