Biology, asked by rehenabegam1989, 7 months ago

আবহাওয়া ও জলবায়ু মধ্যে পার্থক্য কি?​

Answers

Answered by Anonymous
0

Answer:

দুঃখিত আপনার প্রশ্ন বুঝতে পারে না

Answered by DEBOBROTABHATTACHARY
0

আবহাওয়া

♦ কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের দৈনন্দিন অবস্থাই আবহাওয়া।

♦ আবহাওয়া হলো বায়ুমণ্ডলের নিম্নস্তরের দৈনন্দিন অবস্থা।

♦ স্থানভেদে আবহাওয়া সহজেই পরিবর্তিত হয়।

♦ কোনো স্থানের আবহাওয়া প্রতিদিন, এমনকি প্রতি ঘণ্টায় পরিবর্তিত হয়।

♦ আবহাওয়া কোনো জায়গার স্বল্প সময়ের অবস্থাকে প্রকাশ করে।

জলবায়ু

♦ জলবায়ু হলো কোনো বিস্তৃত অঞ্চলের কমপক্ষে ৩০-৫০ বছরের আবহাওয়ার গড় অবস্থা।

♦ জলবায়ু হলো বায়ুমণ্ডলের নিম্নস্তরের দীর্ঘকালীন সামগ্রিক অবস্থা।

♦ জলবায়ুর পরিবর্তন হয় স্থানভেদে ও ঋতুভেদে।

♦ প্রতিদিনের ব্যবধানে কোনো অঞ্চলের জলবায়ু পরিবর্তিত হয় না।

♦ জলবায়ু হলো বিভিন্ন আবহাওয়ার সমন্বয়।

Similar questions