রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন হরমোনের ভূমিকা উল্লেখ করো
Answers
Answered by
25
Answer:
ইনসুলিন কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে পেশি কোষের গ্লুকোজ বিশেষণের হার বাড়ায় এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজকে পাইরুভিক এসিডের পরিণত হতে সাহায্য করে। এছাড়া যকৃত ও পেশি কোষের গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষ বৃদ্ধি করে এবং গ্লাইকোজেন থেকে গ্লুকোজ প্রস্তুতি বন্ধ করে। ফলে রক্তে শর্করার মাত্রা হ্রাস পায়।
Similar questions