Physics, asked by pritamnaskar946, 5 months ago

ভৌত বিজ্ঞান
১. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (বিকল্প প্রশ্ন লক্ষণীয়)
ক) মিথেন হাইড্রেটকে ‘ফায়ার আইস’ বলা হয় কেন?
খ) গ্যাসের অণুর গতির উপরে উষ্ণতা হ্রাস ও বৃদ্ধির প্রভাব কি?
গ) কখন মায়ােপিয়া বা হ্রস্বদৃষ্টি ত্রুটি দেখা যায়?
ঘ) ওহমের সূত্রের লেখচিত্র অঙ্কন করাে।
অথবা
1X_ACTIVITY V + VI + VII​

Answers

Answered by carryminati60
2

Explanation:

২০১৫ সালের গ্রীষ্মকাল, গ্রীনল্যান্ড অঞ্চল। বেঞ্জামিন মিয়েল ও তার গবেষকদল মাঠ পর্যায়ের গবেষণার কাজে বিশাল একটি বরফ খণ্ড ড্রিল করা শুরু করলেন। মোটামুটিভাবে একটি মোটরবাইকের ইঞ্জিনের সমান আকারের আয়তন তারা ড্রিল করে ফেললেন। ভাবতে পারেন পাঠক, এই ইঞ্জিন আকৃতির বরফ খণ্ড থেকেই বিজ্ঞানীদের বহু জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর মিলেছে? গবেষকরা নিরন্তর খুঁজে গিয়েছেন একটি উত্তর- "অত্যন্ত ভয়ংকর গ্রীন হাউজ গ্যাস মিথেনের কত শতাংশ তেল ও গ্যাস শিল্প থেকে নিঃসরিত হয়?" বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসসমূহের অন্যতম এই মিথেন গ্যাস।

Answered by TheRainbowQueen
1

Answer:

  1. মিথেন hidred কে খোলা বায়ুতে রাখলে আগুন ধরে যায় তাই মিথেন hidred কে ফায়ার আইস বলে।
  2. উষ্ণতা বৃদ্ধি পেলে গ্যাসের অনুর গতি বেড়ে যায় ও উষ্ণতা হ্রাস পেলে গতি কমে যায়।
  3. চোখের লেন্সের স্থিতিস্থাপকতা কমে গেলে miopia দেখা যায়।
  4. V কে ভুজ ও I কে কোটি ধরে লেখচিত্র অঙ্কন করলে মুলবিন্দুগমি সরলরেখা পাওয়া যাবে।
Similar questions