বিদ্যুৎকেন্দ্রের
যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকারের দুটি করে প্রক্রিয়া এবং
জৈব আবহবিকার চিত্রসহ বর্ণনা কর।
৪।
সাদণতের
Answers
Answer:
যান্ত্রিক আবহবিকার :-
যান্ত্রিক আবহবিকার হল শিলার বাইরের রূপের পরিবর্তন, যেটা আমরা দেখে সহজেই বুঝতে পারি। উষ্ণতা, আর্দ্রতা, জীবজন্তু, উদ্ভিদ ইত্যাদির মাধ্যমে শিলার আকারের পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের পোশাকি নাম ভৌত আবহবিকার।
যান্ত্রিক আবহবিকার চার প্রকার, ১. শল্কমোচন, ২. ক্ষুদ্রক্ণা বিশরণ, ৩. তুহিন খণ্ডীকরণ, ৪. প্রস্তরচাঁই খণ্ডীকরণ
রাসায়নিক আবহবিকার:-
শিলাস্তুপে বিভিন্ন খনিজ উপাদান থাকে এবং সেগুলি আবহাওয়ার বিভিন্ন উপাদানের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই বিক্রিয়ার ফলে খনিজগুলির আকার, আয়তন, রং এর পরিবর্তন ঘটে। অর্থাৎ বায়ুর বিভিন্ন গ্যাস, ভূপৃষ্ঠের জল ও অম্লের উপস্থিতিতে শিলাস্তর রাসায়নিক বিয়োজিত হলে, তাকে রাসায়নিক আবহবিকার বলে।
রাসায়নিক আবহবিকার বিভিন্ন প্রকার হয়:
জারণ
অঙ্গার যোজন
জলযোজন
আদ্রবিশ্লেষণ
জৈবিক আবহবিকার সম্পাদনা
আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলি ছাড়াও শিলার ভৌত ও রাসায়নিক পরিবর্তনের ঘটানোর ক্ষেত্রে অনেকসময় জীবজগৎ অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী বিশেষ ভূমিকা নিয়ে থাকে। তাই আর-এক ধরনের আবহবিকার হল জৈব আবহবিকার। আবহাওয়ার বিভিন্ন উপাদানের উপস্থিতিতে উদ্ভিদ ও প্রাণীর দ্বারা শিলাস্তরের ভৌত এবং রাসায়নিক পরিবর্তন ঘটে থাকে, সেই ঘটনাকে জৈব আবহবিকার বলে। এটি দুই ভাবে ঘটে, যথা- ১. উদ্ভিদের দ্বারা, ২. প্রাণীর দ্বারা