'সৌরদিন' কাকে বলে ?
Answers
Answered by
8
Explanation:
পৃথিবীর কটি গতি এবং কী কী ?
উঃ দুটি গতি । আহ্নিক গতি ও বার্ষিক গতি ।
2 . কে প্রথম প্রমাণ করেন যে , পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে ?
উঃ কোপারনিকাস ।
3 . আহ্নিক গতি কাকে বলে ?
উঃ সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজের অক্ষ বা মেরুরেখার চারিদিকে পশ্চিম থেকে পূর্বে অবিরাম ঘুরে চলেছে । নিজের অক্ষকেন্দ্রিক পৃথিবীর এই ধরণের ঘূর্ণনকে বলে আবর্তন গতি ।
6 . বার্ষিক গতি কাকে বলে ?
উঃ পৃথিবী নিজের মেরুদণ্ডের চারিদিকে অবিরাম আবর্তন করতে করতে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার পথ ধরে অনবরত সূর্যকে প্রদক্ষিণ বা পরিক্রমা করে । সূর্যকেন্দ্রিক এই ধরণের গতিকে পৃথিবীর পরিক্রমণ গতি বলে ।
5 . সৌরদিন ও নাক্ষত্রদিন কাকে বলে ?
Answered by
5
Answer:
আজ সূর্যোদয় থেকে কাল সূর্যোদয় পর্যন্ত সময়কে 1 সৌরদিন বলে।
mark me brainlyest ✌️
Similar questions