Geography, asked by arunadhikary351, 7 months ago

খ) আদর্শ নদীর বৈশিষ্ট্যগুলি লেখাে।​

Answers

Answered by Anonymous
0

Answer:

ttttdh6sjxhdhdhdruryy3yr7dufufufuufufudueudhhxhchchfudhdhdhdhdhdhdhdhehhdhehdhxhchehdh8ejfjjdhfhfusjjxjcn n NFL c7xjfujfuej jrixiidjdjfhruudududufurhhxhfhdhhxhdh cdbhdhrhrhdhh will not play the game with the ball in a single play in a row at high speed in a row at a good start in a game with the

PLEASE MAKE ME BRAINLIST

Answered by shivani4876
0

Explanation:

সংজ্ঞাঃ যে নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত গতিপ্রবাহে তিনটি অবস্থাই ( উচ্চ প্রবাহ, মধ্যপ্রবাহ ও নিম্নপ্রবাহ) সুস্পষ্টভাবে দেখতে পাওয়া যায়, তাকে আদর্শ নদী (Ideal River) বলে ।

অন্যভাবে বলা যায়, যে নদী তার ঢালকে ক্ষয়চক্রের দ্বারা সমুদ্রতলের ঢালের সাথে সমতা রেখে ক্ষয়, বহন ও সঞ্চয়কার্যের মাধ্যমে পর্যায়িত ঢালে পরিনত করে, তাকে আদর্শ নদী (Ideal River) বলে ।

উদাঃ প্রাকৃতিক দিক দিয়ে ভারতের গঙ্গানদী একটি আদর্শ নদী, যেটি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে গঙ্গা প্রায় ২০৭১ কিলোমিটার পথ প্রবাহিত হয়ে তার তিনটি প্রবাহই যথা –

১. ঊর্দ্ধপ্রবাহ– গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত,

২. মধ্যপ্রবাহ– হরিদ্বার থেকে ধুলিয়ান (মতান্তরে রাজমহল) পর্যন্ত

এবং

৩. নিম্নপ্রবাহ– ধুলিয়ান (মতান্তরে রাজমহল) থেকে মোহনা পর্যন্ত সম্পূর্ণ করে বঙ্গোপসাগরে মিলিত হয়ে সমাপ্ত হয়েছে ।

বৈশিষ্ট্যঃ আদর্শ নদী – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ-

ক) একটি আদর্শ নদী সর্বদা তার উৎসস্থলকে সমুদ্রতলের ঢালের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কাজ করে ।

খ) একটি আদর্শ নদীর প্রাকৃতিকভাবে উচ্চপ্রবাহ, মধ্যপ্রবাহ ও নিম্নপ্রবাহ – এই তিনপ্রকার প্রবাহই বিদ্যমান ।

গ) আদর্শ নদী তার উৎস থেকে মোহনা পর্যন্ত বিস্তৃত ঢালকে মৃদুঢালে পরিনত করে ।

আদর্শ নদীর তিনটি প্রবাহঃ একটি আদর্শ নদীর (Ideal River) তিনটি প্রবাহ লক্ষ্য করা যায় । যথা – ক) উর্দ্ধপ্রবাহ বা পার্বত্য প্রবাহ (Upper Course Or, Mountain Course), খ) মধ্যপ্রবাহ বা সমভূমি প্রবাহ (Middle Course Or, Plain Course) এবং গ) নিম্নপ্রবাহ বা ব-দ্বীপ প্রবাহ (Lower Course Or, Deltaic Course) । নিম্নে এই তিনটি প্রবাহ সম্পর্কে আলোচনা করা হলো –

ক) উর্দ্ধপ্রবাহ বা পার্বত্য প্রবাহ (Upper Course Or, Mountain Course):

সংজ্ঞাঃ উৎসস্থল থেকে সৃষ্টি হওয়ার পর নদীর যে প্রবাহ পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়,তাকে উর্দ্ধপ্রবাহ বা পার্বত্য প্রবাহ (Upper Course Or, Mountain Course) বলে ।

উদাঃ গঙ্গোত্রী (গোমুখ) থেকে হরিদ্বার পর্যন্ত প্রায় ৩২০ কিলোমিটার গঙ্গার উর্দ্ধপ্রবাহ বা পার্বত্য প্রবাহ ।

বৈশিষ্ট্যঃ উর্দ্ধপ্রবাহ বা পার্বত্য প্রবাহ – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ –

ক) সংশ্লিষ্ট অঞ্চলে ভূমিভাগ খুব উচু-নীচু হয়; সেইজন্য নদী উচ্চপ্রবাহে বা পার্বত্য প্রবাহে খাড়া পর্বতগাত্র বেয়ে দুরন্ত গতিতে (প্রায় ২০-৩৫ কিলোমিটার / ঘন্টা) নিম্নদিকে প্রবাহিত হয় ।

খ) এই প্রবাহে প্রবল স্রোতের আঘাতে ভূ-পৃষ্ঠ থেকে শিলাখন্ড ভেঙ্গে স্রোতের সাথে নিচের দিকে গড়াতে গড়াতে অগ্রসর হতে থাকে ।

গ) এই প্রবাহে নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশী হয় ।

ঘ) উর্দ্ধপ্রবাহে নদীর প্রধান কাজ ক্ষয়সাধন ও বহন হলেও অনেক সময় নদীঢাল হঠাৎ কমে গেলে সঞ্চয়কার্যও দেখা যায় ।

Similar questions