মনে কর তুমি শিক্ষা সফরে কোন বিশেষ স্থানে গিয়েছো।সেখানে গিয়ে তুমি কোন কোন ধরনের অভিজ্ঞতা অর্জন করেছ তার একটি বিবরণ লিপিবদ্ধ কর।
Answers
Answer:
১.১ সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান—
(ক) একদিন (খ) দুদিন (গ) চারদিন (ঘ) পাঁচ দিন
১.২ তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন ?
(ক) শুকতারা (খ) আনন্দমেলা (গ) সন্ধ্যাতারা (ঘ) দেশ
১.৩ "দয়ার সাগর ! পরকে সেজে দি নিজে খাইনে" — বক্তা হলেন—
(ক) জগদীশবাবু (খ) নিমাইবাবু (গ) অপূর্ব (ঘ) গিরীশ মহাপাত্র
১.৪ 'সমুদ্রনৃপতি সূতা'— কে ?
(ক) লক্ষ্মী (খ) পদ্মা (গ) উমা (ঘ) বারুণী
১.৫ 'আয় আরো বেঁধে বেঁধে থাকি'— কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?
(ক) 'নিহিত পাতাল ছায়া' (খ) 'পাঁজরে দাঁড়ের শব্দ' (গ) 'দিনগুলি রাতগুলি' (ঘ) 'জলই পাষাণ হয়ে আছে'
১.৬ "সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী"— 'সভ্যতার শেষ পুণ্যবাণী'—
(ক) বিদ্বেষ ত্যাগ করো (খ) ক্ষমা করো (গ) ভালোবাসো (ঘ) মঙ্গল করো
১.৭ 'Sensitized Paper' -এর অনুবাদ কী লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন ?
(ক) স্পর্শকাতর কাগজ (খ) সুবেদী কাগজ (গ) সুগ্রাহী কাগজ (ঘ) ব্যথাপ্রবণ কাগজ
১.৮ চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন ?
(ক) সাত টাকা (খ) আট টাকা (গ) ন-টাকা (ঘ) দশ টাকা
১.৯ 'শ্রীপান্থ' ছদ্মনামে লিখেছেন —
(ক) অন্নদাশঙ্কর রায় (খ) বলাইচাঁদ মুখোপাধ্যায় (গ) সুনীল গঙ্গোপাধ্যায় (ঘ) নিখিল সরকার
১.১০ রাজায় রাজায় যুদ্ধ হয় — এই বাক্যের কর্তাটি হল —
(ক) প্রযোজ্য কর্তা (খ) সহযোগী কর্তা (গ) ব্যতিহার কর্তা (ঘ) সমধাতুজ কর্তা
১.১১ পরপদটি প্রধান হয় যে সমাসে সেটি —
(ক) অব্যয়ীভাব (খ) তৎপুরুষ (গ) দ্বিগু (ঘ) বহুব্রীহি
উঃ তৎপুরুষ / দ্বিগু
১.১২ রামদাস আর কোনো প্রশ্ন করিল না — নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ সেটি হল —
(ক) তৎপুরুষ (খ) অব্যয়ীভাব (গ) কর্মধারয় (ঘ) দ্বিগু