প্রাচীন বিশ্বের উল্লেখযোগ্য সভ্যতাগুলো কি কি
Answers
Answered by
146
প্রাচীন বিশ্বের উল্লেখযোগ্য সভ্যতাগুলি হলো নিম্নরুপ -
- সিন্ধু সভ্যতা : ভারতীয় উপমহাদেশীয় স্থানে গড়ে ওঠা এই সভ্যতা সত্যিই অতুলনীয়। আধুনিক নাগরিক সভ্যতা থেকে শুরু করে দুর্বোধ্য লিপি সবই এই সভ্যতার ইতিহাসের পাতায় অমর করে রেখেছে।
- মিশরীয় সভ্যতা : মিশরে নীল নদকে কেন্দ্র করে গড়ে ওঠা এই প্রাচীন সভ্যতা অনেক ঐতিহাসিক রহস্য এবং বিস্ময়ের খনি। স্থাপত্যবিদ্যা, বিজ্ঞানের বিভিন্ন বিভাগে মিশরীয় সভ্যতার অভূতপূর্ব উন্নতি লক্ষ্য করা যায়।
- মেসোপটেমীয় সভ্যতা : টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতাও ইতিহাসের পাতায় অভূতপূর্ব স্থান অধিকার করে রয়েছে। এই সভ্যতার লেখচিত্র পৃথিবীর অন্যতম প্রাচীন লেখচিত্রের মধ্যে গণনা করা হয়।
- গ্রিক ও রোমান সভ্যতা : গ্রিক ও রোমান সভ্যতা যথাক্রমে পাশ্চাত্য বিশ্বের প্রাচীন সভ্যতাগুলির মধ্যে অন্যতম। এই দুই সভ্যতা আমাদের অভূতপূর্ব স্থাপত্যকলা, মাইথোলজি, বিজ্ঞান এবং দিকবিজয়ী উপহার দিয়েছে।
আরও অন্যান্য।
Similar questions