এক জন দেশ পেমিক নাগরিকের ১০ টি গুন ১০ বাক্যে পকাশ কর
Answers
একজন দেশপ্রেমিক নাগরিকের দশটি গুণ হলো নিম্নরুপ -
- এক দেশপ্রেমিক নাগরিক দেশে সংহতি ও সম্প্রীতি রক্ষা করার জন্য সাহায্য করবে।
- এক দেশপ্রেমিক নাগরিক দেশের উন্নয়নের জন্য সাহায্য করবে।
- এক দেশপ্রেমিক নাগরিক তা দেশের সরকারের নির্দেশ মান্য করে চলবে।
- এক দেশপ্রেমিক নাগরিক তার সরকারকে সময় মতন আয়কর প্রদান করবে।
- এক দেশপ্রেমিক নাগরিক ট্রাফিক আইন পালন করবে।
- এক দেশপ্রেমিক নাগরিক দেশের আইন কানুন মেনে চলবে।
- এক দেশপ্রেমিক নাগরিক দেশের সংবিধানকে মান্যতা দেবে।
- এক দেশপ্রেমিক নাগরিক তার দেশের জাতীয় পতাকা ও জাতীয় সংগীত কে সম্মান করবে।
- এক দেশপ্রেমিক নাগরিক কোন অসামাজিক কাজে অংশগ্রহণ করবে না।
- এক দেশপ্রেমিক নাগরিক তা দেশ ও দশ কে সম্মান করে চলবে।
উত্তর
একজন দেশ প্রেমিক নাগরিকের ১০ টি গুন
1. একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদা নিজের দেশকে নিজের মায়ের মতো ভালো বাসবেন
2.একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদা দেশের আইন কানুন সংবিধান মেনে চলেন এবং বাকি নাগরিকদেরও তা মানতে উৎসাহিত করেন।
3. একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদা নিজের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করার মানসিকতা রাখবেন
4. একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদা দেশে
দেশে বসবাসকারী সমস্ত স্তরের প্রতিটি মানুষকে ভালোবাসা বাসবেন।
5. একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদা নিজের দেশের সম্পদ রক্ষা করবেন এবং নিজে সঠিক সময়ে কর প্রদান করবেন
6. একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদা নিজের দেশের জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান দেবেন ।
7. একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদাই নিজের দেশের এবং দেশের সকল নাগরিকের কল্যাণ কামনা করেন
8. একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদা দেশের সংকট জনক মুহূর্তে নিজেকে দেশের সেবায় নিয়োজিত করবেন
9. একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদা সঠিক ব্যাক্তিকে ভোট প্রদান করবেন
10. একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদা নিজের দেশের মধ্যে হওয়া সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন
━━━━━━━━━━━━━━━━
আরো জানুন
দানাদার ইউরিয়া এর পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা কর।
https://brainly.in/question/28565382