বাংলার নবজাগরণ ও তৎকালীন সমাজ ব্যবস্থার পরিবর্তনে প্রতিনিধিত্বকারী বিভিন্ন ব্যক্তির গুরুত্বপূর্ণ অবদান বর্ণনা কর।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের তাৎপর্য বিশ্লেষণ কর।
যে যে এ পশ্ন ans দিতে পারবে তাকে আমি 50 poits give দিব I swag
Answers
Answer:
বাংলায় নবজাগরণের ফলাফল কী ছিল?
উত্তর: ঊনিশ শতকে বাংলায় নবজাগরণ ঘটে। নবজাগরণের ফলে বাংলায় সামাজিক সংস্কারসহ শিক্ষা, সাহিত্য জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে।
বাংলায় নবজাগরণের ফলাফল: নবজাগরণের ফলে বাংলায় বৃটিশ বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করে। নবজাগরণের ফলাফল নিম্নরূপ:
১. ইংরেজি ও আধুনিক শিক্ষা গ্রহণে মুসলমানরা সচেতন হয়ে ওঠে।
২. হিন্দু কলেজ সব ধর্মের ছাত্রের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
৩. বাংলায় প্রথম হিন্দু বিধবা বিবাহ প্রবির্তিত হয়।
৪. বাংলায় সতীদাহ প্রথা প্রচলন বন্ধ হয়ে যায়।
৫. মুসলমানদের মধ্যে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটে।
৬. শিক্ষা বিস্তারে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়।
৭. বাংলায় মোহামেডান লিটারেরি প্রতিষ্ঠিত হয়।
৮. রেলগাড়ি, টেলিগ্রাফ ও ছাপাখানার প্রচলন ঘটে।
বাংলার নবজাগরণে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মাইকেল মধুসূদন দত্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যোগত্যভিত্তিক (সংক্ষিপ্ত)
প্রশ্ন-১: বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয় কবে?
উত্তর: ২৩ জুন ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয়।
প্রশ্ন-২: সিরাজউদ্দৌলা কে ছিলেন?
উত্তর: বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। তিনি নবাব আলীবর্দী খাঁ এর দৌহিত্র ছিলেন।
প্রশ্ন-৩: বাংলায় ইংরেজদের আগমনের উদ্দেশ্য কী ছিল?
উত্তর: বাংলায় ইংরেজদের আগমনের উদ্দেশ্য ছিল বাণিজ্য করা।
প্রশ্ন-৪: পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ কী?
উত্তর: সিরাজের বড়খালা ঘসেটি বেগমের চক্রান্ত ও প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন।
প্রশ্ন-৫: বাংলায় ইংরেজ শাসনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
উত্তর: বাংলায় ইংরেজ শাসনের প্রধান উদ্দেশ্য ছিল শোষণ ও নিজেদের লাভ।
প্রশ্ন-৬: কোন যুদ্ধে মীর কাশিম পরাজিত হন?
উত্তর: বক্সারের যুদ্ধে মীর কাশিম ইংরেজদের নিকট পরাজিত হন।
প্রশ্ন-৭: কোম্পানির শাসন কী?
উত্তর: ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল র্পযন্ত একশ বছর এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে, যা ইতিহাসে কোম্পানির শাসন নামে পরিচিত।
প্রশ্ন-৮: কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন?
উত্তর: কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন লর্ড ক্লাইভ।
প্রশ্ন-৯: ছিয়াত্তরের মন্বন্তর কী?
উত্তর: কোম্পানি শাসনের সময়ে ১৭৭০ (বাংলা ১১৭৬) সালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। যা ইতিহাসে ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত।
my dear one request please my dear likes more and more please please