বানাম
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলাের উত্তর লেখ :
ভাড়াটিয়া মনােয়ার হােসেন বাড়ির মালিক হামিদ সাহেবের শিশু সন্তান আহনাফকে ভীষণ
আদর-সােহাগ করেন। নিঃসন্তান মনােয়ার হােসেন প্রায়ই অফিস থেকে ফেরার পথে
আহনাফের জন্য খেলনা, খাবারসহ নানা উপহার নিয়ে আসেন। আহনাফের মা এই
বিষয়টিকে ভালােভাবে গ্রহণ করেন না। স্বামীকে এবিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।
গ) উদ্দীপকে আহনাফের মায়ের সাথে 'কাবুলিওয়ালা' গল্পের মিনুর মা কোনদিক থেকে
সাদৃশ্যপূর্ণ?—ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে মনােয়ার হােসেনের চরিত্রে 'কাবুলিওয়ালা গল্পের মূল ভাবের প্রতিফলন
ঘটেছে। উক্তির যথার্থতা বিশ্লেষণ কর।
Answers
Answered by
4
Answer:
(গ) উদ্দীপকের আহনাফের মায়ের মধ্যে সন্তান কে নিয়ে সংশয় আছে তা গল্পে মিনার মায়ের মধ্যে ওও প্রকাশ পায়।
(ঘ)। না মূলভাব প্রকাশিত হয় নি। উদ্দীপকে মনোয়ার হোসেন নিঃসন্তান , তাই আহনাফকে ভালোবাসেন।
কিন্তু গল্পে কাবুলিওয়ালা তার মেয়ে কাছে থাকার অভাব পূরণে মিনাকে ভালোবাসেন।
ধন্যবাদ।
আমাকে অনুসরণ করুন।
Similar questions
Math,
2 months ago
Science,
2 months ago
Math,
5 months ago
Science,
10 months ago
Social Sciences,
10 months ago