Chemistry, asked by mohonkhan08, 7 months ago

হাতে কলমে কাজের মাধ্যমে খাদ্য লবণ ও বালুর মিশ্রন থেকে উপাদানসমূহ পৃথক কর এবং নিচের প্রশ্ন গুলোর উত্তর দাও
১.এ পরীক্ষণে কোন কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
২.কাজের ধারাবাহিক বণনা কর।
৩.পরীক্ষণের উপর তোমার পযবেক্কন ও সিদ্ধান্ত বাখ্যা কর।
৪.এ পরীক্ষণে তুমি কী কী সাবধানতা অবলম্বন করেছ?​

Answers

Answered by mr8217085
14

Answer:

কাজের ধারাবাহিক বণনা কর

Answered by payalchatterje
0

প্রয়োজনীয় উপকরণ:

উপরের পরীক্ষণটি করার জন্য আমাদের যে সকল উপকরণ লাগবে- ১. বরফ খন্ড, ২. ঢাকনা, ৩. বিকার, ৪. তারজালি, ৫. বুনসেন বার্নার, ৬. বালি ও লবনের দ্রবণ, ৭. পানি।

পদ্ধতির ব্যবহার:

এই পরীক্ষণটি করার জন্য আমাদের দুটি পদ্ধতি ব্যবহার করতে হবে- ১. উর্ধ্বপাতন ও ২. ঘণীভবন

পরীক্ষণের বিবরণ:

কিছু পরিমাণ কঠিন বালি মিশ্রিত অ্যালুমিনিয়াম ক্লোরাইড () লবন নাও;

একটি বিকারের মধ্যে বালি মিশ্রিত অ্যালুমিনিয়াম ক্লোরাইড () লবন রাখি;

এর খোলা মুখ একটি কাচের ঢাকনা দিয়ে ঢেকে দাও;

কাচে ঢাকনার উপর কিছু বরফ লাখ। এরপর ধীরে ধীরে বিকারটিতে তাপ প্রদান করো।

পর্যবেক্ষণ:

তাপ প্রদানে দেখা যাবে কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড (), গ্যাসীয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড (), এ পরিণত হচ্ছে।

সেটি উপরে উঠে ঢাকলায় পিয়ে শীতল হয়ে কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড (), হিসাবে ঢাকনার নিচে জমা হয়েছে।

কোনাে কঠিন পদার্থের মিশ্রণের মধ্যে একটি উধ্বপাতিত পদার্থ মিশ্রিত থাকলে ঐ উপাতিত পদার্থকে মিশ্রণ থেকে পৃথক করা যায়।

সিদ্ধান্ত-১: এখানে কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড () থেকে গ্যাসীয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড (), এ পরিণত হচ্ছে উর্ধ্বপাতন প্রক্রিয়ার মাধ্যমে

সিদ্ধান্ত-২: আর গ্যাসীয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড () থেকে শীতল হয়ে কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড () কাচের ঢাকনায় জমা হচ্ছে ঘণীভবন এর মাধ্যমে।

সাবধানতা:

এই পরীক্ষণটি করার সময় অবশ্যই তাপ প্রয়োগে সাবধানতা অবলম্বন করতে হবে।

Similar questions